বিদেশে ভালো করতে এনসিএলে ডিউক বল খেলানো হবে

৯১

দেশের ঐতিহ্যবাহী প্রথম-শ্রেণির আসর জাতীয় ক্রিকেট লিগ আগামী ১০ অক্টোবর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চলবে। এই লিগে ডিউক বল খেলানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় ক্রিকেটাররা বিদেশ সফরে গেলে এই বলের সঙ্গে মানিয়ে নিতে অসুবিধা হয়। তাই এই আসরে খেলানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি।

গত ওয়েস্ট ইন্ডিজ সফরে বাংলাদেশের পেসাররা প্রথম ডিউক বল খেলেছিলেন। বাংলাদেশের খেলোয়াড়রা ডিউক বলের সঙ্গে খুব একটা পরিচিত নয়। ইংল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজে ডিউক বল ব্যবহার করা হয়। অন্যান্য টেস্ট খেলুড়ে দেশ কুকাবুরা ব্যবহার করে এবং ভারত এসজিকে খেলে।

ক্রিকবাজকে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘আমরা এনসিএলে ডিউক বল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি যাতে আমাদের খেলোয়াড়রা এটির সঙ্গে পরিচিত হয়।’

‘ডিউক এবং এসজি বলের মধ্যে সিম এবং আকৃতির দিক থেকে পার্থক্য অনেক। তাই খেলোয়াড়দের প্রস্তুত করার জন্য এই বলটি লিগে খেলানো হবে। কারণ আগামী দিনে আমাদের কিছু অ্যাসাইনমেন্ট রয়েছে।’

Comments are closed.