ব্যাংক কর্তৃপক্ষের উদাসিনতায় সিংড়ায় প্রাইমারী শিক্ষকদের মানববন্ধন

0 ১,০২৪

mail.google.comরাকিবুল ইসলাম, সিংড়া-নাটোর : নাটোরের সিংড়া জনতা ব্যাংক শাখার ব্যবস্থাপক আব্দুল খালেকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ব্যাংক কর্তৃপক্ষের উদাসিনতায় শ্রান্তি বিনোদন ভাতার ৪ লক্ষ ৪০ হাজার টাকা ফেরত যাওয়া ও  ঈদের আগে পাওনা বেতন পরিশোধের দাবিতে বুধবার দুপুরে ব্যাংকের সামনে শত শত শিক্ষক মানববন্ধনে অংশ নেয়।
জানা যায়, ২০১৫-১৬ অর্থ বছরে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫০ শিক্ষকদের শ্রান্তি বিনোদন ভাতার সমুদয় টাকা সংশ্লিষ্ট শিক্ষকদের একাউন্ট এ দিতে ব্যর্থ হয় ব্যাংক কর্তৃপক্ষ। এতে ৪ লক্ষ ৪০ হাজার টাকা ফেরত যায়।
ব্যাংক ম্যানেজার আঃ খালেক বলেন, ব্যাংকের এক কর্মকর্তার গাফিলতির কারনে এমন ঘটনা ঘটেছে। তবে বিষয়টি জানার পর দ্রুত পদক্ষেপ গ্রহন করেছি। যাতে পুনরায় টাকা আনা সম্ভব হয়। শিক্ষা অফিসার আমজাদ হোসেন বলেন, বিষয়টি এটি প্রক্রিয়াধীন আছে। আশা করি দ্রুত কাজ হবে।
উপজেলা হিসাব রক্ষণ অফিসার এ.কে ফজলুল হক বলেন, টাকা ফেরত যাওয়া দুঃখজনক। এই টাকা ঈদের আগে আনা সম্ভব নয়, ঈদের পর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে চাহিদা পাঠানোর মাধ্যমে একাউন্ট এ টাকা আনা সম্ভব হবে।

ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে মিম
সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সাদেকুর রহমানের হস্তক্ষেপে বাল্য বিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে স্কুল ছাত্রী মিম (১৩)। বুধবার বিকেলে উপজেলার চৌগ্রাম ইউনিয়নের রথপাড়া গ্রামে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দেন তিনি। মিম রথপাড়া গ্রামের ফজলার রহমানের মেয়ে। সে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী।
ইউএনও সাদেকুর রহমান জানান, উপজেলার মানুষের সুবিধার্থে ব্যবহৃত হটলাইনে (০১৫১১-০১০২০৩) স্থানীয় এলাকাবাসী বাল্য বিবাহের অভিযোগ দেন। অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাল্য বিবাহের আয়োজন বন্ধ করে দেয়া হয়।
এসময় বিয়ের আয়োজন করায় মেয়ের বাবাকে ৭ দিনের বিনাশ্রম কারান্ডের সাজা ও ১৮ বছর হওয়ার আগে মেয়ের বিয়ে দিতে পারবেনা মর্মে তার কাছ থেকে মুচলেকা নেয়া হয়।

Leave A Reply

Your email address will not be published.