ভারতে করোনাভাইরাসে মৃত্যু দুই লাখ ছাড়াল

0 ৪২৯
করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারত আরেকটি দুঃখজনক মাইলফলক পার করেছে। দেশটিতে কোভিড-১৯-এ মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। ছবি : রয়টার্স

করোনাভাইরাস মহামারিতে বিপর্যস্ত ভারত আজ বুধবার আরেকটি দুঃখজনক মাইলফলক পার করেছে। দেশটিতে কোভিড-১৯-এ মৃত্যুর সংখ্যা দুই লাখ ছাড়িয়ে গেছে। খবর ওয়ার্ল্ডোমিটারসের।

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে ২৪ ঘণ্টায় সর্বাধিক তিন হাজার ২৮৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্য দিয়ে দেশটির সরকারি হিসাব অনুযায়ী করোনায় মৃত্যু দুই লাখ ছাড়াল।

 

গতকাল মঙ্গলবার দেশটি প্রথমবারের মতো তিন হাজারেরও বেশি রোগীর মৃত্যু দেখেছে। এদিন তিন হাজার ২৮৬ জন মারা গেছে বলে কর্মকর্তাদের বরাতে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

 

এতে দেশটিতে করোনাভাইরাস মহামারিতে মৃতের সংখ্যা দুই লাখ এক হাজার ১৮৭ জনে দাঁড়িয়েছে বলে হিসাবে দেখা যাচ্ছে।

 

সংক্রমণের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশটির স্বাস্থ্য ব্যবস্থা হিমশিম খাচ্ছে। মাত্র এক সপ্তাহে ২০ লাখ নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে।

 

হাসপাতালগুলোতে শয্যার অপেক্ষায় থাকা রোগীরা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। তীব্র অক্সিজেন সংকটে হাসপাতালগুলোতে বহু রোগী মারা যাচ্ছে। নিত্য নতুন রোগীর চাপে দেশটির হাসপাতালগুলো তাদের ক্ষমতার শেষ প্রান্তে গিয়ে ঠেকেছে।

 

রাতদিন শ্মাশানে লাশ দাহ ও কবরস্থানে লাশ দাফন করেও কুলিয়ে ওঠা যাচ্ছে না। লাশের মিছিল প্রতিদিনই বড় হচ্ছে।

 

Leave A Reply

Your email address will not be published.