‘ভালোবাসতে’ নিষেধ করায় ক্ষুব্ধ শ্রীলেখা

0 ৫৩১

টালিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বিভিন্ন বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচিত। এবার নতুন মন্তব্যে আবারও এসেছেন গণমাধ্যমের শিরোনামে। সম্প্রতি ভারতীয় ‘বজরং দল’-এর নামে একটি পোস্টার শেয়ার করে ফেসবুকে ক্ষোভ ঝেড়েছেন তিনি।

যে পোস্টার শ্রীলেখা শেয়ার করেছেন, তাতে ‘সতর্কীকরণ’ হিসেবে লেখা রয়েছে, ‘ভ্যালেন্টাইনস ডে’র উৎসব ভারতীয় সংস্কৃতির পরিপন্থী। সুতরাং বিশ্বহিন্দু পরিষদ এবং বজরং দলের পক্ষ থেকে অনুরোধ করা হচ্ছে ওই দিন খোলা জায়গায় কোনো যুগল যেন দৃষ্টিতে না আসে। দৃষ্টিকটূ অবস্থায় না দেখা যায়। এরকম ঘটনায় তাদের বাবা-মায়ের সাথে আলোচনা বা প্রয়োজনে বিবাহের ব্যবস্থা করা হবে।’

এরপর আগামী নির্বাচনের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার কথা লিখে ‘লাভ জিহাদ’ ও ‘ব্যভিচারে’র বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার কথা লেখা হয়। সতর্কবার্তার বিভিন্ন জায়গায় ‘জয় শ্রী রাম’ লেখা হয়েছে।

এই পোস্টার মঙ্গলবার শেয়ার করে ক্যাপশনে শ্রীলেখা মিত্র লিখেছেন, ‘আমি কী লিখব বুঝতে পারছি না। ভাষা হারিয়ে ফেলেছি, এদের মানুষের হাতে ছেড়ে দেওয়া উচিত। একবারও লজ্জা লাগে না এই ধরনের কাজ করতে?’

তিনি আরও লিখেছেন, ‘এখনো ক্ষমতাতে আসেনি তাতেই এই? এখনো রাজ্যবাসীর চোখ খুলবে না? জেগে উঠুন, এখন নয়তো কখন? ‘সতীদাহ’র নামে বিধবা তরুণীদের জ্বালিয়ে দিলেও অবাক হব না।’

 

Leave A Reply

Your email address will not be published.