ভিপি নুরের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের হামলা, আহত ১৫

0 ৪৩২

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নুরসহ তার অনুসারীদের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছেন।ব্রেকিংনিউজ

রবিবার (২২ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ডাকসু ভবনের সামনে নুরের নেতৃত্বাধীন ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ওপর এ হামলা চালানো হয়।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাদের দাবি, কোনও কারণ ছাড়াই তাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়েছে। হামলায় অন্তত পক্ষে ১৫ জন আহত হয়েছেন।

এদিকে নুরের ওপর হামলার খবরে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরাও পাল্টা জবাব দিতে শুরু করেছে। এ প্রতিবেদন লিখা পর্যন্ত ডাকসু ভবনের সামনে উভয়পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে। পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে।

এরইমধ্যে হামলায় আহত ডাকসু ভিপি নুরসহ আহতের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ভিপি নুর ও তার অনুসারীরা দুপুরে ডাকসু ভবনের ভেতরে প্রবেশ করেন। এসময় কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ডাকসু ভবনের আশপাশে অবস্থান নেন। একই সময়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সেখানে।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীদের অভিযোগ, একপর্যায়ে লাঠিসোটা নিয়ে ডাকসু ভবনের ভেতরে অবস্থানরত ভিপি নুরসহ তার অনুসারীদের ওপর হামলে পড়েন মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় ভিপি নুরসহ অনেকেই তার হামলায় আহত হন। পরে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ করতে গেলে দু’পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।

ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একজন নেতা ব্রেকিংনিউজকে বলেন, ‘আমাদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগ হামলা করেছে। ভিপি নুর আহত হয়েছেন। আমাদের কেন্দ্রীয় নেতা হাসান আল মামুনের পা ভেঙে গেছে। আহত হয়েছেন আরও কয়েকজন।’

ঘটনাস্থলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমও উপস্থিত আছেন। ঢাবি প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সাংবাদিকদের বলেন, ‘ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্যরা ডাকসু ভবনে এসেছে। তবে তারা আমাদের এ বিষয়ে কিছু অবহিত করেনি। ডাকসু ভবনের সামনে হামলা ও সংঘর্ষের ঘটনায় বহিরাগত কয়েকজন আহত হয়েছেন।’

Leave A Reply

Your email address will not be published.