মহাকাশ থেকে ভারতের দূষণ দেখে অবাক এই নভশ্চর

0 ৭৯৬

populationআন্তর্জাতিক ডেস্ক : গত একবছর ধরে মহাকাশে ছিলেন মার্কিন নভশ্চর স্কট কেলি৷ মহাকাশে থাকাকালীন ভারত ও চিনের ঊর্ধ্বাকাশে বায়ুদূষণ অবাক করেছে তাঁকে৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাক্ষাৎকালে এমনই জানিয়েছেন মহাকাশচারী স্কট কেলি৷

population-jpeg-1

তাঁর মহাকাশের অভিজ্ঞতা জানাতে গিয়ে স্কট জানিয়েছেন, দূষণের হাত থেকে বাদ নেই দিল্লিও৷বিশ্বের ১০৩টি দেশের তিন হাজার শহরের মধ্যে দূষণে ১১তম স্থানে রয়েছে দিল্লি৷ ২০১৫ সালের এক গ্রীষ্মকালের সকালে তিনি মহাকাশ থেকে চিনের পূর্বাংশের শহরগুলিকে পরিষ্কার দেখতে পাচ্ছিলেন৷ সেখানে কোনও কালো মেঘ ছিল না৷ আকাশ এতটাই পরিষ্কার ছিল যে চিনের ওই অংশে অবস্থিত প্রায় ২০০টি শহরের কয়েক মিলিয়ন মানুষের হাঁটাচলা পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছিল মহাকাশ থেকে৷ অবাক হয়েছিলেন স্কট কেলি৷ তবে পরের দিন তিনি জানতে পেরেছিলেন যে, ওই দিন চিনের পূর্বাংশে কোনও বিশেষ উৎসবকে ঘিরে বন্ধ ছিল সমস্ত তাপবিদ্যুৎ কেন্দ্র ও গাড়ি চলাচল৷ফলে সম্পূর্ণ দূষণ মুক্ত ছিল আকাশ৷

Leave A Reply

Your email address will not be published.