মহাদেবপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

0 ৫৩

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মহাদেবপুরে বৃহস্পতিবার দুপুরে পুকুরের পানিতে ডুবে তৃষা দেবনাথ নামে সাড়ে ৩ বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। তৃষা দেবনাথ উপজেলার এনায়েতপুর ইউপির কেশুরগাড়া গ্রামের চন্দন দেবনাথের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, এদিন দুপুরে শিশু তৃষাকে বাড়িতে দেখতে না পেয়ে খেঁাঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। খেঁাঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে দ্রুত সেখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার সময় পথিমধ্যে শিশুটির মৃত্যু হয়। স্বজনদের ধারণা খেলতে খেলতে বাড়ির পাশের একটি পুকুরে পড়ে ডুবে যায় শিশুটি।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ঘটনার সত্যতা স্বীকার করে মহাদেবপুর থানার (ওসি) মো. রুহুল আমিন বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল শেষে সৎকারের জন্য শিশুটির মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave A Reply

Your email address will not be published.