মানুষের স্বাস্থ্য সেবা দিতে সক্ষম ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স -মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

0 ২৪৮

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রত্যান্ত অঞ্চলের জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্থাপন করেছিলেন। তাঁরই সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোকে আরো উন্নতমান করাসহ তৃণমূল পর্যায়ে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিশ্চিত করছেন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মানুষের সেবা দিতে সক্ষম হয়েছে। শুধু তাই’ই নয় ফুলবাড়ীর পার্শ্ববর্তী উপজেলার মানুষও এই স্বাস্থ্য কমপ্লেক্সে সেবাগ্রহণ করছেন।
মঙ্গলবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক উন্নয়ন ও শোভাবর্ধণের ফলক উন্মোচনকালে উপরোক্ত কথা বলেন তিনি। সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে আনুষ্ঠানিকভাবে সার্বিক উন্নয়ন ও শোভাবর্ধণের ফলক উন্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নূরুল ইসলাম। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এম.পি, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নীরু সামসুন্নাহার, অধ্যক্ষ মাসুদুর সরকার মাসুদ, ইউপি চেয়ারম্যান উপাধ্যক্ষ শাহ মো. আব্দুল কুদ্দুস, ইউপি চেয়ারম্যান মানিক রতন, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. এনায়েতুল্লাহ নাজির, আবাসিক মেডিক্যাল অফিসার ডা. আতিকুর রহমান আতিক প্রমুখ।

Leave A Reply

Your email address will not be published.