প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২১, ২০২১, ৭:৩৮ অপরাহ্ণ
মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুর জেলা পুলিশের মাস্ক বিতরণ কর্মসূচি
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: ‘মাস্ক পরার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে মাঠে নেমেছে দিনাজপুর জেলা পুলিশ।
রোববার (২১ মার্চ) দিনাজপুর জেলায় একযোগে ২৬২টি স্থানে পুলিশ বাহিনীর সদস্যরা মাস্ক পরতে ও হ্যাড-স্যানিটাইজার ব্যবহারে সচেতনতা তৈরিতে হ্যান্ড মাইকে বক্তব্য দেন এবং মাস্ক বিতরণ করেন।

দিনাজপুর জেলা পুলিশ সুপার জনাব মো. আনোয়ার হোসেন, বিপিএম, পিপিএম (বার) এই কর্মসূচির নেতৃত্ব দেন। সকালে তিনি দিনাজপুর শহরের প্রাণকেন্দ্র বাহাদুর বাজার, লিলির মোড়সহ বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ সময় তিনি মাস্ক ব্যবহারকারীদের গোলাপ ফুল ও শিশুদের চকলেট উপহার দেন।
এ সময় তিনি বলেন, সবাই মিলে সচেতন হয়ে মাস্ক ব্যবহার করলে সবাই সুস্থ থাকব। বাংলাদেশকে করোনামুক্ত করতে পারব। তাই আসুন আমরা স্বাস্থ্যবিধি মেনে চলাচল করি।
এসময় দিনাজপুর জেলা পুলিশ, জেলা ট্রাফিক বিভাগ ও প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনার দ্বিতীয় ধাপ মোকাবিলায় দেশব্যাপী পুলিশের উদ্যোগ অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ করোনারোধে পুলিশের এই কার্যক্রম শুরুর কথা জানিয়েছিলেন।
Copyright © 2025 বিডি সংবাদ ২৪ ডটকম. All rights reserved.