মাস্ক পরুন নিরাপদ থাকুন, ভ্যাকসিন নিন নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন : সাবিত্রী হেমব্রম

0 ২৩৫
রাজশাহী প্রতিনিধি: বর্তমান সময়ে কোভিড ১৯ করোনা মহামারী এক প্রকোট আকার ধারণ করেছে। রাজশাহী শহরের পাশাপাশি গ্রামেও এখন করোনা মহামারী পরিস্থিতি প্রভাব ছড়িয়ে পড়ছে। তারপরও এখন পযর্ন্ত প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর মাঝে নেই কোন সচেতনতা, নেই কোন করোনা মোকাবেলা করার পর্যাপ্ত ব্যবস্থা।
তাই প্রান্তিক জনগোষ্ঠীর কথা চিন্তা করে রাজশাহী মহানগরীর কর্ণহার থানাধীন ডাঙ্গেরহাট ও দারুশা বাজারে গত ২২ জুলাই ২০২১ তারিখ বিকাল ৪ টায় প্রায় ২০০মাক্স বিতরণ করা হয়। মাক্স বিতরণ ও মূলক বার্তা প্রচার করেন রাহালা রিমিল ডান্স গ্রুপ সভাপতি সাবিত্রী হেমব্রম ও সাধারণ সম্পাদক প্রশান্ত মিনজ।
এছাড়াও ডাঙ্গের হাট ও দারুশা বাজারের মধ্যে বিভিন্ন স্থানে হ্যান্ডমাইক দিয়ে মহামারী কোভিড-১৯ সচেতনতা মূলক বার্তা প্রচার করা হয়। এখন রাজশাহীতে করোনা ব্যাপক বিস্তার লাভ করেছে, সকলের সচেতনতা ছাড়া এই মহামারী পরিস্থিতি থেকে আমাদের রক্ষা পাওয়া সম্ভব না।
তাই আসুন সচেতন হই, মাস্ক পরি নিরাপদ থাকি, নিয়মিত সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলুন। ভ্যাকসিন নিন নিজে সুস্থ থাকুন এবং অন্যকে সুস্থ রাখুন।

Leave A Reply

Your email address will not be published.