মিনিটপ্রতি ১ কোটি নেন সালমান-প্রিয়াঙ্কা, ক্যাটরিনারা কত?

১৯২

সিনে পর্দার তারকাদের আয়ের প্রাথমিক উৎস সিনেমা, বিজ্ঞাপন এবং স্টেজ পারফর্ম। বলিউড সুপারস্টাররাও এর ব্যতিক্রম নন। নিয়মিত তাঁদের দেখা মেলে অ্যাওয়ার্ড শো পারফরম্যান্সে।
এই খাত থেকে কত টাকা অর্থ করেন তারকারা, তার একটি ধারণা দিয়েছে বলিউডভিত্তিক পোর্টাল কইমই ডটকম।
এক প্রতিবেদনে পোর্টালটির দাবি, বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খানই অ্যাওয়ার্ড শো পারফরম্যান্সে চার্জ নেওয়ার প্রবণতা শুরু করেছিলেন। বলিউড ভাইজান এমন একটি পারফরম্যান্সের জন্য প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন।
ওই হিসাবে ক্যাটরিনা কাইফকে বেশ সস্তাই বলায় যাই। এই অভিনেত্রী পাঁচ মিনিটের পারফরম্যান্সে ৫০ লাখ থেকে এক কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রে এই পারিশ্রমিক এক কোটি ৩৩ লাখ রুপি; ২০১৬ সালে একটি অনুষ্ঠানে চার মিনিটের জন্য এমন পারিশ্রমিক নিয়েছিলেন বলে দাবি পোর্টালটির।
স্টেজ পারফর্মে প্রিয়াঙ্কা চোপড়ার পারিশ্রমিক সালমান খানের সমান। ভারতের দেশি গার্ল পাঁচ মিনিটের স্টেজ পারফরম্যান্সের জন্য পাঁচ কোটি রুপি নেন; মানে প্রতি মিনিটের জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক এক কোটি রুপি।

সিনে পর্দার তারকাদের আয়ের প্রাথমিক উৎস সিনেমা, বিজ্ঞাপন এবং স্টেজ পারফর্ম। বলিউড সুপারস্টাররাও এর ব্যতিক্রম নন। নিয়মিত তাঁদের দেখা মেলে অ্যাওয়ার্ড শো পারফরম্যান্সে।

এই খাত থেকে কত টাকা অর্থ করেন তারকারা, তার একটি ধারণা দিয়েছে বলিউডভিত্তিক পোর্টাল কইমই ডটকম।

এক প্রতিবেদনে পোর্টালটির দাবি, বলিউডের অন্যতম সুপারস্টার সালমান খানই অ্যাওয়ার্ড শো পারফরম্যান্সে চার্জ নেওয়ার প্রবণতা শুরু করেছিলেন। বলিউড ভাইজান এমন একটি পারফরম্যান্সের জন্য প্রায় পাঁচ কোটি রুপি পারিশ্রমিক নেন।

ওই হিসাবে ক্যাটরিনা কাইফকে বেশ সস্তাই বলায় যাই। এই অভিনেত্রী পাঁচ মিনিটের পারফরম্যান্সে ৫০ লাখ থেকে এক কোটি ৫০ লাখ রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। দীপিকা পাড়ুকোনের ক্ষেত্রে এই পারিশ্রমিক এক কোটি ৩৩ লাখ রুপি; ২০১৬ সালে একটি অনুষ্ঠানে চার মিনিটের জন্য এমন পারিশ্রমিক নিয়েছিলেন বলে দাবি পোর্টালটির।

স্টেজ পারফর্মে প্রিয়াঙ্কা চোপড়ার পারিশ্রমিক সালমান খানের সমান। ভারতের দেশি গার্ল পাঁচ মিনিটের স্টেজ পারফরম্যান্সের জন্য পাঁচ কোটি রুপি নেন; মানে প্রতি মিনিটের জন্য প্রিয়াঙ্কার পারিশ্রমিক এক কোটি রুপি।

Comments are closed.