মিয়ানমারের গোলাবর্ষণ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে : কাদের

১১৬

আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দিবা স্বপ্ন দেখেছে, তাদের সেই স্বপ্ন পূর্ণ হবে না। মিয়ানমারের গোলাবর্ষণ নিয়ে বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে বলেও উল্লেখ করেন করেন মন্ত্রী।

আজ বৃহস্পতিবার সকালে সড়ক পথে গোপালগঞ্জের কাশিয়ানীর মধুমতি নদীর ওপর নির্মিত কালনা সেতুর পরিদর্শনকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি প্রতিদিনই নির্বাচনের নামে মিথ্যাচার করছে। প্রতিদিনই তত্ত্বাবধায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচনের দিবাস্বপ্ন দেখছে। তত্ত্বাবধায়ক সরকার আদালত ফয়সালা করবে।’

মিয়ানমারের গোলা বর্ষণ নিয়ে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ অত্যন্ত সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যাদের যেখানে দায়িত্ব দেওয়া দরকার সেখানে তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ যুদ্ধ চায় না শান্তি চায়।’

সড়কের উন্নয়ন নিয়ে মন্ত্রী বলেন, ‘এই সরকারের আমলে এত সড়কের সংযোগ ঘটেছে যে ইতিহাসে এর কোনো নজির নেই। এ ছাড়া যেখানে প্রয়োজন সেখানে চার লেন ও ছয় লেনের সড়ক করা হবে।’

কালনা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শনের সময় সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন নড়াইলের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা।

Comments are closed.