মেসির গোলে উরুগুয়ে জয় আর্জেন্তিনার

0 ৮৩২

Messi-2-9খেলাধুলা ডেস্ক : আর্জেন্তিনা-১   উরুগুয়ে-০

বুয়েনস আইরেস : ফিরলেন রাজার মতোই৷ সেই পুরোনো ছন্দ মেলে ধরলেন৷ গোটা বিশ্বকে আঙুল দিয়ে দেখালেন এখনও তিনিই রাজা৷ অবসর নিতেও পারেন, আবার অবসর ভেঙে ফিরেও আসতে পারেন৷ তিনি লিওনেল মেসিই৷
লিও আকাশে উড়লেন৷ তাঁর গোলেই দক্ষিণ আমেরিয়ার বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়েকে হারিয়ে দিল আর্জেন্তিনা৷ দলের হয়ে একমাত্র গোলটি করেন লিও মেসিই৷ এই গোলের পরে বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন আমেরিকার পয়েন্ট তালিকার সবার উপরে থাকা উরুগুয়েকে হারিয়ে শীর্ষে উঠে এলো দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গত জুনে কোপা আমেরিকার শতবর্ষের আসরের ফাইনালে চিলির কাছে হেরে যাওয়ার পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করেছিলেন মেসি। কোচের দায়িত্ব নিয়েই মেসিকে ফেরানোর লক্ষ্য জানিয়েছিলেন নয়া কোচ বাউসা। পরে মেসির সঙ্গে আলোচনার পর সিদ্ধান্ত পাল্টে ফেরার সিদ্ধান্ত নেন বার্সেলোনার মহাতারকা৷ ফিরলেন রাজকীয় ভঙ্গিতেই। ম্যাচের শুরু থেকেই এদিন আর্জেন্তিনার আধিপত্য ছিল৷ ৪০ মিনিটে ডি বক্সের মধ্যে ফাঁকায় বল পেয়ে জোরালো শট নেন মেসি। কিন্তু লক্ষ্য ঠিক ছিল না, সামনে থাকা এক জনের পায়ে লেগে ক্রসবারের অনেক উপর দিয়ে চলে যায়। দুই মিনিট পরেই দলকে এগিয়ে দেন বার্সার রাজপুত্র৷ ঘিরে থাকা প্রতিপক্ষের খেলোয়াড়দের মাঝে বাঁ পায়ে দারুণ ছোঁয়ায় বল নিয়ন্ত্রণে নিয়ে এক জনকে কাটিয়ে জোরালো শট নেন মেসি৷ বল প্রতিপক্ষের এক জনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। বিরতির সময় এক গোলেই এগিয়ে ছিল আর্জেন্তিনা৷ ৫৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ হতে পারতো। তবে ২৫ গজ দূর থেকে মেসির জোরালো শট জালে ঢোকার মুহূর্তে কোনোমতে কর্নারের বিনিময়ে ঠেকান উরুগুয়ের গোলরক্ষক৷ শেষ পর্যন্ত ওই ব্যবধানেই জেতে আর্জেন্তিনা৷

Leave A Reply

Your email address will not be published.