মেসি ফিরলে অধিনায়কত্বের দায়িত্ব দেবে বার্সা

0 ১৬৪
লিওনেল মেসি। ছবি : এএফপি

এসজির সঙ্গে লিওনেল মেসির চুক্তির মেয়াদ শেষ হবে আগামী মাসে। আর্জেন্টাইন ফরোয়ার্ডের নতুন গন্তব্য নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। আর্থিক সংকটের বাধা থাকলেও ন্যু ক্যাম্পে তার ফেরার ব্যাপারে আলোচনা হচ্ছে জোরেশোরে। আর্জেন্টাইন মহাতারকা ফিরলে তাকে অধিনায়কের আর্মব্যান্ড দিতে চায় বার্সেলোনা।

শনিবার (২৭ মে) জনপ্রিয় ফুটবলভিত্তিক ওয়েবসাইট গোল ডটকমের প্রতিবেদন অনুযায়ী, মেসি ফিরলে তাকেই অধিনায়কত্ব ফিরিয়ে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বার্সা। ২০২১ সালে ফরাসি ক্লাবে যাওয়ার আগেও কাতালান জায়ান্টদের নেতৃত্ব দিয়েছেন সাতবারের ব্যালন ডি’অর জয়ী। তার বিদায়ের পর সার্জিও বুশকেটস আর্মব্যান্ড পান।

চলতি মৌসুম শেষে বুসকেটস ও আরেক সিনিয়র খেলোয়াড় জর্ডি আলবা বার্সা ছাড়ছেন। এই পরিস্থিতিতে ৩৫ বছর বয়সী মেসিকে ফিরিয়ে তার হাতে আর্মব্যান্ড দেওয়ার পরিকল্পনা করছে বার্সা। আর যদি মেসিকে ফেরানো সম্ভব না হয়, রবার্ট লেভান্ডোভস্কি কিংবা রোনাল্ড আরাউজো হতে পারেন কাতালানদের নতুন অধিনায়ক।

আর্থিক ফেয়ার-প্লে নীতির কারণে মেসির স্পেনে প্রত্যাবর্তনের বিষয়টি এখনও সম্ভাবনাতেই রয়েছে। অন্যদিকে, সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের ক্লাবগুলোও চাচ্ছে মেসিকে টানতে। এমনকি সৌদি আরবের ক্লাবে মেসি ইতোমধ্যেই চুক্তি সেরে ফেলেছেন, এমন খবরও এসেছিল। বিশ্বকাপজয়ী তারকাকে নিয়ে সেই খবর অবশ্য উড়িয়ে দেন তার বাবা হোর্হে মেসি।

Leave A Reply

Your email address will not be published.