মেয়রের ত্রাণ তহবিলে বিভিন্ন ব্যক্তির অর্থ সহায়তা প্রদান

0 ২৭৯

নিজস্ব প্রতিবেদক: করোনাভাইরাসে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষের সহায়তায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটনের আহ্বান সাড়া দিয়ে ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দিয়েছেন বিভিন্ন ব্যক্তি। সোমবার মেয়রের হাতে অনুদানের অর্থ তুলে দেন তারা।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম মেয়রের ত্রাণ তহবিলে ৫০ হাজার টাকা অনুদান দিয়েছেন। জাতীয় পার্টির নেতা মোঃ শাহীন মেয়রের ত্রান তহবিলে দিয়েছেন ২০ হাজার টাকা।

এছাড়া মহানগরীর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিল্টন ব্যক্তিগত তহবিল থেকে ৫ হাজার টাকা অনুদান দিয়েছেন।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল এক বিবৃতিতে কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্যে রাজশাহী সিটি কর্পোরেশনের ত্রাণ তহবিলে নগদ অর্থ/ নিত্য প্রয়োজনীয় পণ্য প্রদানের আহ্বান জানান মেয়র। এরপর মেয়রের আহ্বান সাড়া দিয়ে এগিয়ে আসছেন অনেক ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠন।

Leave A Reply

Your email address will not be published.