যমুনার পানি কমছে

১২৩

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা এক সপ্তাহ ধরে বাড়তে থাকার পর সিরাজগঞ্জে কমতে শুরু করেছে যমুনা নদীর পানি। শনিবার (৩০ জুলাই) সকালে শহরের হার্ড পয়েন্ট এলাকায় যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭৮ মিটার। ২৪ ঘণ্টায় ৫ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ১ দশমিক ৪৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১৩.৩৫ মিটার)।

এছাড়াও কাজিপুর পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয় ১৩ দশমিক ৭৮ মিটার। ২৪ ঘণ্টায় ৭ সেন্টিমিটার পানি কমে বিপৎসীমার ১ দশমিক ৪৭ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে (বিপৎসীমা-১৫.২৫ মিটার)।

সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী জাকির হোসেন, এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত জুন মাসের শুরু থেকে প্রথম দফায় যমুনায় পানি বাড়তে থাকে। ১৮ জুন জেলার সবগুলো পয়েন্টেই বিপৎসীমা অতিক্রম করে এ নদীর পানি। ২৩ জুন থেকে পানি কমতে শুরু করে। দ্বিতীয় দফায় ২৯ জুন থেকে আবারও পানি বাড়তে শুরু করে।

এরপর ৩ জুলাই থেকে শুরু করে টানা সপ্তাহ যমুনার পানি কমতে থাকে। ২৩ জুলাই থেকে তৃতীয় দফায় বাড়তে শুরু করে যমুনার পানি।

Comments are closed.