যুক্তরাজ্যে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বেঁধেছে মোট ৩০ জনের

0 ২৯৯

প্রথমে অভিযোগ তুলেছিল ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কয়েকটি দেশ। বলা হচ্ছিল অ্যাস্ট্রাজেনেকা-অক্সফোর্ডের করোনার টিকা নিলে খুবই অল্প কয়েকটি ক্ষেত্রে ‘ব্লাড কট’ বা রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটছে। এখন দেখা যাচ্ছে যে, যুক্তরাজ্যেও এ ধরনের ঘটনা ঘটছে। তবে, একে বিরল ঘটনা হিসেবেই দেখা হচ্ছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, এখন পর্যন্ত দেশটিতে মোট ৩০ জনের ক্ষেত্রে অ্যাস্ট্রাজেনেকার টিকা নেওয়ার পর রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। এর আগে সংস্থাটি গত মাসে পাঁচজনের রক্ত জমাট বাঁধার কথা জানিয়েছিল।

 

একইসঙ্গে ব্রিটিশ নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে যে, বায়োএনটেক-ফাইজারের তৈরি টিকা নেওয়ার পর কারো রক্ত জমাট বাঁধার কোনো তথ্য পাওয়া যায়নি।

তবে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে রক্ত জমাট বাঁধার ঘটনার পরও ব্রিটিশ স্বাস্থ্য কর্মকর্তারা বলছেন, কোভিড-১৯ প্রতিরোধে টিকাটির সাফল্যের তুলনায় রক্ত জমাট বাঁধার সম্ভাব্য ঝুঁকির মাত্রা খুবই নগণ্য।

 

যুক্তরাজ্যে মোট এক কোটি ১০ লাখ মানুষকে অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে।

 

এ ছাড়া ইউরোপে প্রায় ৩০ লাখ ফাইজারের টিকা ক্রোয়েশিয়া, এস্তোনিয়া, লাটভিয়া, স্লোভাকিয়া ও বুলগেরিয়ায় দেওয়া হবে। বাকি দেশগুলো ৬৬ লাখ ৬০ হাজার ভ্যাকসিন পাবে। করোনা রুখতে ফ্রান্স এরই মধ্যে পার্কে ও বাড়ির বাইরে অ্যালকোহল পান নিষিদ্ধ ঘোষণা করেছে।

 

Leave A Reply

Your email address will not be published.