যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় পুলিশ কর্মকর্তাসহ ১০ জনের প্রাণহানি

0 ৬০১
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের গ্রোসারি শপে বন্দুকধারীর গুলিবর্ষণে পুলিশসহ ১০ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের বৌল্ডার এলাকার একটি গ্রোসারি শপে বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিবর্ষণে পুলিশ কর্মকর্তাসহ ১০ জনের প্রাণহানি হয়েছে। সিএনএন ও বিবিসির খবরে এমনটি জানানো হয়েছে।

এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বন্দুকধারীর হামলার দৃশ্য ভিডিও করে সরাসরি ইউটিউবে প্রচারও করেছে।

স্থানীয় সময় সোমবার বেলা আড়াইটার সময় গ্রোসারি শপে ঢুকে হামলা চালানো হয়। এতে অনেকে সেখানে আটকা পড়েন।

 

এ ঘটনাকে ট্রাজেডি হিসেবে উল্লেখ করে কলোরাডো অঙ্গরাজ্যের গভর্নর জ্যারেড পোলিস টুইটারে নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন।

 

প্রেসিডেন্ট জো বাইডেনকে হামলার বিস্তারিত জানানো হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে হোয়াইট হাউস।

 

Leave A Reply

Your email address will not be published.