যুদ্ধাপরাধ: ৫ রাজাকারের রায় মঙ্গলবার

0 ২৯১

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় গাইবান্ধার ৫ আসামির বিষয়ে আগামীকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) রায় ঘোষণা করবেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (১৪ অক্টোবর) বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল এ দিন ঠিক করেন।

এদিন রাষ্ট্রপক্ষে শুনানি করেন এ মামলার প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল, আসামিপক্ষে ছিলেন আইনজীবী আবুল হাসান।

গত ২১ জুলাই এ মামলার শুনানি শেষ হলে শুরু হয় রায় ঘোষণার অপেক্ষা। মামলায় মোট ৬ আসামির মধ্যে একমাত্র মো. রঞ্জু মিয়া গ্রেফতার হয়ে কারাগারে আছেন। আর আগসর হোসেন নামে এক আসামি মারা গেছেন।

পলাতক অপর ৪ আসামি হলেন- রাজাকার কমান্ডার আবদুল জব্বার (৮৬), মো. জাফিজার রহমান খোকা (৬৪), মো. আবদুল ওয়াহেদ মণ্ডল (৬২) ও মো. মমতাজ আলী বেপারি মমতাজ (৬৮)।

মামলার এজাহারে আসামিদের বিরুদ্ধে একাত্তরে মুক্তিযুদ্ধকালীন হত্যা-গণহত্যা, ধর্ষণ, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট-অগ্নিসংযোগ ও সংখ্যালঘু হিন্দুদের ধর্মান্তরিত করা ও দেশত্যাগের বাধ্য করার মতো মানবতাবিরোধী অপরাধের গুরুত্বর ৪টি অভিযোগ আনা হয়েছে।

আসামিরা সবাই গাইবান্ধা সদরের নান্দিদা ও ফুলবাড়ি গ্রমের বাসিন্দা এবং জামায়াতের সক্রিয় কর্মী।

Leave A Reply

Your email address will not be published.