রাজধানীতে ‘মার ছক্কা’?

0 ১,৩৮২

আলমগীর,বিনোদন :
‘মার ছক্কা’ মুক্তি পেয়েছে শুক্রবার। রাজধানীর রাজমনি, চিত্রামহল, পুরবী, সৈনিক ক্লাব, রাণী মহল, নিউ গুলশান, গাজীপুরের বর্ষা, সিরাজগঞ্জের সাগরিকা ও খুলনার সঙ্গীতাসহ সারাদেশের ৪৮ হলে মুক্তি পেয়েছে সিনেমাটি।

ছবি মুক্তির দিনে ঢাকার হলগুলোতে ঘুরেছেন সিনেমাটির নায়ক রোহানসহ একটি টিম। হল ঘুরে এসে রোহান জানিয়েছেন তার অভিনীত ছবির হালচাল।

রোহান বলেন,‘ শুক্রবার চিত্রামহল, পুরবী, সৈনিক ক্লাব, নিউ গুলশানসহ বেশ কিছু হল ঘুরে এসেছি আমরা। প্রত্যেকটা হলেই হাউজফুল যাচ্ছে সিনেমাটি। ছবি মুক্তির প্রথম দিনের হল রিপোর্টও অনেক ভালো। কোনো হলে ৫০ হাজার কোনো হলে ৬০ হাজার টিকিট বিক্রি হয়েছে। সিনেমার বর্তমান সময়ের অবস্থা খুব একটা ভালো না। এর মধ্যে টেবিল মানি কালেক্ট হয়েছে ১০ লাখের কিছু বেশী।’

রোহান আরও বলেন,‘সিনেমাটি বিনোদন নির্ভর। দর্শকরা দেখছেনও। তবে বৃষ্টি কিছুটা প্রতিবন্ধকতা তৈরী করেছে। প্রথম দিন ভালো ব্যবসা করেছে। আশা করি পুরো সপ্তাহ এমনই চলবে।’

‘মার ছক্কা’য় রোহানের বিপরীতে অভিনয় করেছেন নবাগত কোয়েল। আরো আছেন সামাজিক মাধ্যমে আলোচিত হিরো আলম।

অন্যান্য চরিত্রে আছেন ওমর সানী, অরুনা বিশ্বাস, আলেকজান্ডার বো, সাদেক বাচ্চু, রাবিনা বৃষ্টি, তন্দ্রা, জাদু আজাদ, জোবায়ের, জ্যোতি, তনু পান্ডে প্রমুখ।

‘পাগল তোর জন্যরে’, ‘বুলেট বাবু’সহ বেশ কিছু সিনেমার নির্মাতা মঈন বিশ্বাস। নতুন সিনেমাটি সম্পর্কে তিনি বলেন, “মার ছক্কা’ নামের সঙ্গে ক্রিকেট খেলার মিল থাকলেও এটি শুধু ক্রিকেট খেলা নিয়ে নয়, এতে রোমান্টিকতা ও শ্রুতিমধুর গানও রয়েছে। মৌলিক গল্পের এ সিনেমাটি দর্শক ভালোভাবে নিয়েছেন বলেই মনে হচ্ছে।”

জ্যোতি ফিল্মস্ ইন্টারন্যাশনালের ব্যানারে নির্মিত ‘মার ছক্কা’র সংলাপ লিখেছেন কমল সরকার।

Leave A Reply

Your email address will not be published.