রাজধানীসহ সারাদেশে ৬.৮ মাত্রায় ভূকম্পন অনুভূত

0 ১,০৪৫

10768_Untitled-1বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম : রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার বিকেল ৪টা ৩৭ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।
উৎসস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ৮। উৎপত্তিস্থল মিয়ানমারের চওক অঞ্চলের ২৫ কিলোমিটার পশ্চিমে। এর গভীরতা ছিল ৮৪ দশমিক ১ কিলোমিটার।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এ তথ্য জানায়।
আকস্মিক এ ভূমিকম্পের সঙ্গে সঙ্গে বাসা-বাড়ি থেকে আতঙ্কে রাস্তায় নেমে আসে রাজধানীর মানুষ। এখনো জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমান।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটেও রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। উৎসস্থলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল- মিয়ানমারের মাওলাইক থেকে ৪০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ট থেকে ১০৬ দশমিক ৩ কিলোমিটার গভীরে। রাজধানী ঢাকা থেকে এর উৎসস্থলের দূরত্ব ছিল প্রায় ৮শ’ কিলোমিটার। ব্রেকিং নিউজ

Leave A Reply

Your email address will not be published.