রাজশাহীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা

স্টাফ রিপোর্টারঃ রাজশাহীতে ‘একদিন তুমি পৃথিবী গড়েছো, আজ আমি স্বপ্ন গড়বো, সযত্নে তোমায় রাখবো আগলে’ স্লোগানে ৩৫ তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার সকাল ১০ টার দিকে রাজশাহী নগরীর মোল্লাপাড়া এলাকায় এসডিডিবি প্রজেক্টের কারিতাস বাংলাদেশ রাজশাহী রিজিওন এই অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী মোল্লাপাড়া প্রবীন ও প্রতিবন্ধি সংঘের সভাপতি মি. এভারিষ্ট হেম্ব্রম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিম নগর ধর্মপল্লীর পাল পুরোহিত রেভা ফাদার লিটন কস্তা, কারিতাসের এনিমেটর স্বপন এল গমেজ, প্রবীণ ও প্রতিবন্ধি সংঘের সেক্রেটারী শিলা মুরমু, সদস্য তাসলিমা সহ অনেকে উপস্থিত ছিলেন।