রাজশাহীতে আ.লীগের সমাবেশে বিএনপির চেয়ে ১৪ গুণ বেশি লোক হয়েছে : তথ্যমন্ত্রী

0 ৩৩৩
তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ আজ সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। ছবি : পিআইডি

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজশাহীতে আওয়ামী লীগের সমাবেশে বিএনপির সমাবেশের চেয়ে ১২ থেকে ১৪ গুণ বেশি লোক হয়েছে। পুরো রাজশাহী শহরই জনসভাস্থলে পরিণত হয়েছিল। মাদরাসা মাঠের বাইরে আরও ১০-১২ গুণ মানুষ ছিল।

আজ সোমবার (৩০ জানুয়ারি) সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী এ সব কথা বলেন। এর আগে তথ্যমন্ত্রী জাতীয় প্রেসক্লাবের নবনির্বাচিত নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপির সমাবেশের চেয়ে আমাদের সমাবেশটি কতগুণ বড় হয়েছে, সেটা অনুমান করা কঠিন। তবে, বিএনপির সমাবেশের চেয়ে কমপক্ষে ১২ থেকে ১৪ গুণ বড়—তো বটেই। আকাশ থেকে প্রধানমন্ত্রীও সমাবেশটি দেখেছেন। এটি অভাবনীয়, আমাদের ধারণার বাইরে সমাবেশটি হয়েছে। পুরো শহর জুড়ে মানুষের মধ্যে উদ্দীপনা, সমাবেশে যাওয়ার জন্য আগ্রহ আমি দেখেছি শুরু থেকে, সেটি অভাবনীয়। এতেই প্রমাণ হয়—প্রধানমন্ত্রীর প্রতি, তাঁর দলের প্রতি জনগণের সমর্থন। গতকালের জনসভা সেটিই প্রমাণ করে।’

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে আমি সবিনয়ে অনুরোধ জানাব, আয়নায় নিজের চেহারাটা দেখার জন্য। নিজের দলের চেহারাটাও দেখার জন্য। বঙ্গবন্ধুকে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশকে আইনে রূপান্তর করে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের বিচার কারা বন্ধ করেছিল? বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। সেখানে ন্যায়বিচার নয়, বিচারটাই বন্ধ করে দেওয়া হয়েছিল।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের সঙ্গে জিয়াউর রহমান যুক্ত ছিলেন। বঙ্গবন্ধুর মরদেহের ওপর দিয়ে ক্ষমতা দখল করেছিলেন। সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন। সেনা কর্মকর্তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছেন। যারা ক্ষমতা দখল করলো, তাদের প্রচণ্ড বিশ্বস্ত না হলে জিয়াউর রহমানকে কী সেনাপ্রধান করা হতো? আমি বিস্তারিত বলতে চাই না। আজকে সেগুলো প্রমাণিত, দিবালোকের মতো স্পষ্ট সত্য।’

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘জিয়াউর রহমান নিজের ক্ষমতাকে নিষ্কণ্টক করতে সেনাবাহিনীর হাজার হাজার কর্মকর্তাকে বিনা বিচারে ফাঁসি দিয়েছেন। অনেকের ফাঁসি হয়ে গেছে, ফাঁসির রায় হয়েছে ফাঁসি কার্যকর হওয়ার পর—এমন ঘটনাও আছে।’

Leave A Reply

Your email address will not be published.