রাজশাহীতে ৩০ এপ্রিল পর্যন্ত এনজিওগুলোকে কিস্তি স্থগিতের নির্দেশ

0 ৩৮০
              রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক

স্টাফ রির্পোটার: করোনার কারণে রাজশাহী জেলায় ঋণ প্রদানকারী সকল এনজিও’র কিস্তি আদায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত স্থগিতের নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক। সোমবার জেলা প্রশাসক হামিদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রাজশাহী জেলায় মাইক্রোক্রেডিট কার্যক্রম পরিচালনাকারী সকল এনজিও ‘ র অবগতির জন্য জানানাে যাচ্ছে যে, সাম্প্রতিক সময়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জেলার দরিদ্র মানুষের আর্থ – সামাজিক অবস্থা বিবেচনা করে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্ষুদ্র ঋণের সকল প্রকার কিস্তি আদায়ের কার্যক্রম স্থগিত রাখার জন্য অনুরােধ করা হলাে’।এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরও নির্দেশ দিয়েছেন তিনি।

এবিষয়ে গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল ইসলাম সরকার বলেন,করোনা পরিস্থিতিতে দরিদ্র মানুষের অবস্থা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা প্রশাসনের এই নির্দেশনা সকল এনজিও’র কাছে পৌঁছে দেয়া হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.