রাজশাহীর চারঘাটে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ

0 ৫৭১

মোঃ মোহায়মেনউল (স্বপন), চারঘাট প্রতিনিধি: রাজশাহী জেলার চারঘাট উপজেলায় ১৪ই ফেব্রুয়ারি উপজেলার কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নয়নকরণ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে এক দিনের প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে রাজশাহী জেলার কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্দ্যন) মোঃ সাইফুল ইসলাম, উপজেলার কৃষি অফিসার মোসাঃ লুৎফুন নাহার ও কৃষি সম্প্রসারণ অফিসার খন্দকার ফিরোজ মাহমুদ কৃষকদের মাঝে চাষাবাদের আবহাওয়া ও জল বায়ুর উপকারিতা ও অপকারিতা সন্ধে আলোচনা করেন।

 

আলোচনায় গম, ধান, ভুট্টা, শরিষা, মশুর সহ নানা ধরনের চাষাবাদের রোগ বালাই ও রোগ বালাই সমাধানের উপায় তুলে ধরেন আলোচনায়। এই প্রশিক্ষণের প্রধান উদ্দেশ্য হলো মোবাইল এ্যাপের মাধ্যমে আবহায়ার আগাম পূর্বাভাস জেনে জমিতে সার ও কৃটনাষক ব্যবহার করতে হবে যাতে সার ও কৃটনাষক ব্যবহারে পরে অতি বৃষ্টিতে নষ্ট না হয়ে যায়।

 

আলোচনায় আবহাওয়ার তাপমাত্রা বৃদ্ধিতে পেলে ফসলের কি কি ক্ষতি হয় এবং এসব ক্ষতির সমাধান তুলে ধনের প্রশিক্ষণ দাতা কর্মকর্তাগণ। এই প্রশিক্ষণটি আয়োজন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চারঘাট, রাজশাহী।

 

 

Leave A Reply

Your email address will not be published.