রাত পোহালেই জেলা পরিষদের ভোট, প্রচারণায় ব্যাস্ত সময় পারকরছে প্রার্থীরা

১০৯
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৬ ইউনিয়ন ও মান্দা উপজেলার ৩ ইউনিয়নের সম্বনয়ে নওগাঁ জেলা পরিষদের ৩ নং ওয়ার্ড গঠিত। আগামীকাল (১৭ অক্টোবর) সোমবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ১২০ জন সদস্য জেলা পরিষদ সদস্য নির্বাচনে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ে ইভিএমের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
ভোট উপলক্ষে জেলা প্রশাসন সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্হা।
জেলা পরিষদের ৩নং ওয়াডের সদস্য নির্বাচনে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন আজহারুল ইসলাম বুলু ( বৈদ্যুতিক পাখা) প্রতীক নিয়ে, এস,এম আহসান হাবীব (তালা) প্রতীক নিয়ে এবং ফারুক হোসেন মোল্লা লড়ছেন (টিউবওয়েল) প্রতীক নিয়ে।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, একজন সৎ, যোগ্য ও স্বাধীনতার পক্ষে কাজ করবেন এমন ব্যক্তিকেই নির্বাচিত করবেন তাঁরা।
এদিকে প্রচারণা প্রচারণায় আজহারুল বুলুর ব্যনার-ফেস্টুন সোশাল মিডিয়াসহ রাস্তার দুপাশে দেখা গেলেও অন্য দুজন প্রার্থীর তেমন কোন প্রচারণা লক্ষ্য করা যায়নি।
তবে প্রচারণায় না থাকলেও জয়ের ব্যাপারে আশাবাদী তারা বলে জানিয়েছেন প্রতিবেদককে।

Comments are closed.