রাবিতে আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু

৯৭

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৩৪তম আন্তঃকলেজ সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার সকাল ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার।

এতে বিশেষ অতিথি ছিলেন রাবি কোষাধ্যক্ষ প্রফেসর (অবঃ) মোঃ অবায়দুর রহমান প্রামানিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সভাপতি বিজ্ঞান অনুষদের অধিকর্তা প্রফেসর মোঃ সাহেদ জামান।

সেখানে অন্যদের মধ্যে অনুষদ অধিকর্তা, হল প্রাধ্যক্ষ ও বিভাগীয় সভাপতিবৃন্দ, প্রক্টর, এ্যাথলেটিক্স ও এ্যাকুয়াটিক্স সাব-কমিটির সদস্যবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

দুই দিনব্যাপী এ প্রতিযোগিতায় ছেলেদের ১১টি হল দলের প্রায় ১৫০ জন অংশগ্রহণ করছে।

Comments are closed.