রাবিতে পাওয়া গেল পরিত্যক্ত মর্টার শেল

0 ৪০৭

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের পার্শ্ববর্তী একটি পুকুরে পরিত্যক্ত মর্টার শেল পাওয়া গেছে। মঙ্গলবার দুপুরে মাছের খাবার দেওয়ার সময় মেহেরচন্ডী এলাকার মাছ চাষী শরীফ দেখতে পান।

 

পরে পুলিশকে খবর দিলে তারা এসে ঘিরে রাখে। বিষয়টি নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান।  পুলিশের ধারণা, এটি ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময়ে ব্যবহৃত মর্টার শেল।

 

 

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম সিদ্দিকুর রহমান জানান, বদ্ধভূমি এলাকার পুলিশ বক্সের পাশে ঘিরে রাখা হয়েছে এটি। র‌্যাব-৫ এর একটি দল এসেছিলো তাদের সক্ষমতা না থাকায় ফিরে গেছে। তারা ধারণা করেছে, এটি নিষ্ক্রিয়। তবে শেলটির নিষ্ক্রিয়তা পরীক্ষা করতে এখন সেনাবাহিনীর বোম ডিসপোজাল টিম আসলে জানা যাবে।

 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, এটি এখনও সক্রিয় কিনা সেটি পরীক্ষা নিরীক্ষা করতে প্রশাসনের বোম ডিস্পোজাল ইউনিট আসবে। সেটি দেখে পরে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন তারা।

 

 

Leave A Reply

Your email address will not be published.