রাবির নতুন ছাত্র-উপদেষ্টা অধ্যাপক তারেক

0 ৫৩১

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ছাত্র-উপদেষ্টা নিযুক্ত হয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. তারেক নূর। বৃহস্পতিবার দুপুরে প্রক্টর ও অতিরিক্ত দায়িত্বে থাকা ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. লুৎফর রহমান তার নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, হল প্রাধ্যক্ষ ও বিভিন্ন বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এর আগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আব্দুস সালাম স্বাক্ষরিত এক আদেশে ছাত্র-উপদেষ্টার অতিরিক্ত দায়িত্বে থাকা অধ্যাপক ড. লুৎফর রহমানের দায়িত্ব বাতিল করা হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অধ্যাপক তারেক এ পদে দায়িত্ব পালন করবেন বলে জানানো হয়।

অধ্যাপক তারেক নূর ভারতের আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (অনার্স) ও মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মাস্টার্সে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ভারতের রাষ্ট্রপতি পদক লাভ করেন।
১৯৯৯ সালে রাবির রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রভাষক পদে যোগদান করেন এবং ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পান। ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।

 

Leave A Reply

Your email address will not be published.