রাবির ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীন বরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২১২

রাবি প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে নবীন বরণ, বিদায় ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ম্যাটেরিয়ালস সায়েন্স বিভাগের হলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন রাবি’র ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। অনুষ্ঠানের শুরুতেই একটি র‌্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাবি’র ম্যাটেরিয়ালস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. জি.এম শফিউর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের এক্সিকিউটিভ চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোঃ জাকারিয়া, রাবি’র প্রকৌশল অনুষদ ডিন প্রফেসর এ. জেড. এম তৌহিদুল ইসলাম, ডিআইজি জয়দেব কুমার ভদ্র, বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফেকচার এন্ড এক্সপোর্টার এর সভাপতি শামীম আহমেদ, সহ-সভাপতি কে.এম ইকবাল হোসাইন সহ অনেকে উপস্থিত ছিলেন।

এতে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ আলতাব আলী শেখ।

Comments are closed.