রামেকে করোনা পরীক্ষা শুরু

0 ২৫৩

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেডিকেল কলেজে (রামেক) করোনা পরীক্ষা শুরু হয়েছে। বুধবার থেকে কলেজের ভাইরাসবিদ্যা বিভাগের গবেষণাগারে স্থাপিত নতুন পিসিআর যন্ত্র দিয়ে এ পরীক্ষা শুরু হয়।

রাজশাহীর সিভিল সার্জন এনামুল হক জানিয়েছেন, বিভাগের ৮ জেলার বিভিন্ন উপজেলা ও জেলায় গঠিত করোনা চিকিৎসকদের কমিটি যাদের অনুমোদন দেবে তাদের পরীক্ষা করা হবে এই ল্যাবে।

রামেকের ভাইরাসবিদ্যা বিভাগ জানায়, নতুন এই যন্ত্র দিয়ে প্রতি ৬ ঘণ্টায় একসঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা সম্ভব হলেও, কর্তৃপক্ষ আপাতত প্রতিদিন ৮ জনের নমুনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে।

ভাইরাসবিদ্যা বিভাগের প্রধান সাবেরা গুলনাহার ৩০ সদস্যের করোনা পরীক্ষা দলের নেতৃত্ব দিচ্ছেন। দলটির ১৮ জনই অনুজীবতত্ত্ববিদ ও বাকি ১২ জন টেকনোলজিস্ট।

রাজশাহীর করোনা ইউনিটে আইসোলেশনে থাকা ১৬ বছর বয়সী এক রোগীর নমুনা পরীক্ষার মধ্য দিয়ে নতুন পিসিআর মেশিনটি চালু করা হয়। বৃহস্পতিবার পরীক্ষার ফল পাওয়া যাবে বলে জানিয়েছেন সাবেরা গুলনাহার।

Leave A Reply

Your email address will not be published.