রোনাল্ডো-বেলকে ছাড়াই মালাগা জয় রিয়ালের

0 ৭৬৯

খেলাধুলা অনলাইন ডেস্ক : মালাগা: ঘরের মাঠে জুভেন্তাসের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টারের কঠিন ম্যাচের পর ক্রিশ্চিয়ানো রোনাল্ডে ও গ্যারেথ বেলকে সাময়িক বিশ্রাম দিয়েছেন জিদান৷ লা লিগার লাস্ট বয় মালাগার বিরুদ্ধে মার্সেলো ও টনি ক্রুজকেও বেঞ্চে রেখে দল নামান রিয়াল কোচ৷ প্রথম একাদশে এমন বড়সড় বদল এনেও অবনমনের আওতায় থাকা মালাগার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়ে আসুবিধা হল না মাদ্রিদের৷ সব রকম টুর্নামেন্ট মিলিয়ে শেষ পাঁচটি অ্যাওয়ে ম্যাচে একটানা জয় তুলে নিল রিয়াল৷

নিজের পুরনো ক্লাবের বিরুদ্ধে এদিন ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করেন ইসকো৷ পাশাপাশি ক্যাসেমিরোকে একটি গোলের পাস বাড়ান তিনি৷

ম্যাচের ২৯ মিনিটে সেটপিস থেকে বাঁকানো শটে গোল করে রিয়ালকে ১-০ এগিয়ে দেন ইসকো৷ চলতি মরশুমে রিয়ালের এটি ২৫ তম ফ্রি-কিক গোল৷ লা লিগার আর কোনও ক্লাবই চলতি মরশুমে এত সেটপিস গোল করতে পারেনি৷ প্রথমার্ধে আর কোনও গোল না হওয়ায় ম্যাচের ফল ছিল রিয়ালের অনুকূলে ১-০৷

দ্বিতীয়ার্ধে ক্যাসেমিরোকে গোলের পথ তৈরি করে দেন ২০১৩ সালে মালাগা থেকে রিয়ালে যোগ দেওয়া ইসকোই৷ ৬৩ মিনিটে মালাগার জালে বল জড়িয়ে ক্যাসেমিরো মাদ্রিদের ব্যবধান বাড়িয়ে ২-০ করেন৷

যদিও ম্যাচের একেবারে শেষ মুহূর্তে একটি গোল শোধ করতে সক্ষম হয় মালাগা৷ ইনজুরি টাইমে ফেডেরিকো রিকার পাস থেকে রিয়াল গোলরক্ষককে পরাস্ত করেন দিয়েগো রোলান৷

মালাগার বিরুদ্ধে জয়ের সুবাদে ৩২ ম্যাচে ৬৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে রিয়াল৷ তারা টপকে যায় সমসংখ্যক ম্যাচে ৬৫ পয়েন্ট সংগ্রহ করা ভ্যালেন্সিয়াকে৷ ৮২ পয়েন্ট নিয়ে যথারীতি পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে মেসিদের বার্সেলোনা৷ ৭১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ৷

Leave A Reply

Your email address will not be published.