রৌমারী কৃষকের মাঝে আধুনিক যন্ত্রপাতি বিতরনকালে কৃষক সমৃদ্ধ হচ্ছে আল ইমরান নির্বাহী কর্মকর্তা

0 ৩৩৭

মাজহারুল ইসলাম, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রৌমারী কৃষকদের মাঝে ধানমাড়াই ৩২টি মেশিন বিতরন করা হয়েছে। কৃষিবান্ধব বর্তমান সরকার কৃষিকে সমৃদ্ধ করতে বিশেষ গুরুত্বারোপ করেছে বলে মন্তব্য করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। তিনি আরও উল্লেখ্য করেন, আধুনিকায়নে কৃষকদের গতিশীল করতে নানাভাবে সহযোগিতা করছেন সরকার। যেমন কৃষকদের মাঝে পাওয়ার টিলার ও ধানমাড়াই মেশিন,ধান কাটা মিশিনসহ বিভিন্ন প্রকারের যন্ত্রপাতি দিচ্ছেন সরকার।

 রৌমারী উপজেলার ৩২ টি কৃষক সমিতির মাঝে ৩২টি মিশিন বিনামূল্যে বিতরনকালে বক্তারা এসব কথা বলেন।  টি ধানমাড়াই মিশিন কৃষকদের মাঝে হস্তান্তর করা হয়। বিনামূল্যে ধানামাড়াই মিশিন পেয়ে খুশিতে ভাসছে রৌমারীর মাটি চুষা কৃষকরা। এবং বিনামূল্যে মিশিন পেয়ে সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তারা।


রৌমারী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ওই কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান। বিশেষ অতিথি হিসাবে উপস্তিতি ছিলেন উপজেলা  সহকারি কমিশনার ভূমি গোলাম ফেরদৌস, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি মাজহারুল ইসলাম,
বক্তৃতা করেন রৌমারী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদাত হোসেনপ্রমুখ।

 

Leave A Reply

Your email address will not be published.