রৌমারী-রাজিবপুরে শীতকালীন সবজির বাজারে স্বস্তি, মাছ,মাংস,ভোজ্যতেলের দাম বেড়েই চলছে অতিষ্ট ক্রেতারা

0 ৩০০

মাজহারুল ইসলাম, রৌমারী(কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রাম জেলার সীমান্তঘেষা, রৌমারী-রাজিবপুরসহ দুই উপজেলার বিভিন্ন হাট-বাজারে শীতকালিন শাকসবজির দামে স্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। সবজির দাম কমলেও কমেনি মাছ,মাংস,ভোজ্যতেলের উর্ধগতি দামে বিপাকে পড়েছে নিম্ন আয়ের হাজারো মানুষ। ব্যবসায়ীরা বলছেন বিভিন্ন জাতের শাকসবজি, এলাকায় ব্যাপক হাড়ে চাষ হওয়ায় দাম নেই সবজির।

 

অন্যান্য শীতকালিন সবজির দাম কমে যাওয়ায় স্বস্তিতে রয়েছে রৌমারী-রাজিবপুরের খেটে খাওয়া মানুষগুলো। রৌমারী সদর বাজার, কর্তিমারী, চর লাঠিয়াল ডাঙ্গা পাহাড়তলী হাট, গোয়ালগ্রাম, বড়াইকান্দি, দাঁতভাঙ্গা, টাপুরচর, হাজিরহাট। রাজিবপুর সদর,বালিয়ামারী,কোদালকাটী,নয়ারচর হাটসহ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে সবজি ক্রয় বিক্রয়ের চিত্র গুলো।

সরেজমিনে রৌমারী- রাজিবপুরের হাটবাজার ঘুরে জানা গেছে, শীতকালিন শাকসবজির আমদানী বেশি হওয়ায়,আগের তুলোনায় বর্তমান অর্ধেকের বেশি দাম কমেছে। প্রকারভেদে বর্তমান বাজার দর রয়েছে ফুলকপি প্রতিকেজি ১০ টাকা, বেগুন ৫/১০ টাকা, শিম ১৫/২০ টাকা, বাধাকপি ১০ টাকা, বটবটি ৩০ টাকা, শসা ২০ টাকা, পেঁপে ১৫/২০ টাকা, গাজর ২০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে।

 

অপর দিকে বিশেষ প্রয়োজনী মাছ বিক্রি হচ্ছে ১২০ থেকে ১০০০ টাকা, মাংস ৫০০ থেকে ৭০০ টাকা,ভোজ্যতেল ১৪০ থেকে ১০০০ টাকা পর্যন্ত বিক্রয় করছেন ব্যবসায়ীরা। গত কয়েক মাস আগে করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে সব খাদ্যদূব্যের দাম বৃদ্ধি করা হয়েছে বলে জানা গেছে।

 

Leave A Reply

Your email address will not be published.