লকডাউন বাস্তবায়নে দ্বিতীয় দিন দিনাজপুরে মাঠে রয়েছে প্রশাসন

0 ২৩৫
মোঃ মঈন উদ্দীন চিশতী, দিনাজপুর: সাতদিনের কঠোর লকডাউনের দ্বিতীয়দিনে সারা দেশের মতো দিনাজপুরেও যথাযথভাবে পালন হচ্ছে এই লকডাউন। টহল অব্যাহত রেখেছে আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। 
আজ শুক্রবার (২ জুলাই) সকাল থেকেই শহরে প্রবেশের প্রধান সড়কগুলোয় বসানো হয়েছে পুলিশ, বিজিবির সমন্বয়ে চেকপোষ্ট। সাথে রয়েছে আনসার বাহিনীর সদস্যরাও।  এছাড়াও নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগীতায় সাড়িবেধেঁ দাড়িয়ে বিভিন্ন প্রয়োজনে বাসা হতে বেড় হওয়া মানুষকে সচেতন করছে স্বেচ্ছাসেবী সংগঠন রোভার স্কাউট এর ছেলে মেয়েরা।
আজ দিনাজপুর শহরের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায় রাস্তাঘাটে মানুষসহ যানবাহন নাই বললেই চলে।তবে সার্বোক্ষনিক প্রশাসন রয়েছে মনিটরিংএ। মাঝে মধ‍্যে দু এক জনকে বের হতে দেখা গেলেও করোনা সংক্রমন রোধে ভ্রাম‍্যমান আদালতের দায়িত্বে নিয়োজিত নির্বাহী ম‍্যাজিষ্ট্রেটদের উপযুক্ত কারন দর্শিয়ে গন্তব‍্যে যাওয়ার অনুমতি নিচ্ছেন। তবে বিনা কারনে বের হলে ভ্রাম‍্যমান আদালতের নির্বাহী ম‍্যাজিষ্ট্রেট কতৃক গুনতে হচ্ছে জরিমানা।এছাড়াও বিক্ষিপ্তভাবে অটোবাইক চলাচল করলেও গণপরিবহণের দেখা মেলেনি।
এদিকে দিনাজপুর সিভিল সার্জন জানিয়েছেন, গত ২৪ ঘন্টায় দিনাজপুরে ২৮৭জনের নমুনা পরীক্ষায় ১০৩ জনের করোনা পজেটিভ শনাক্ত সহ ৩জন মৃত‍্যুবরন করেছে। এখন পর্যন্ত দিনাজপুরে সর্বমোট ১৭৪ জন মৃত্যুবরণ করেছেন বলে জানান সিভিল সার্জন ডা আব্দুল কুদ্দুছ ।

Leave A Reply

Your email address will not be published.