লাস ভেগাসে ফাইনালিস্ট বাংলাদেশের চলচ্চিত্র

0 ৪৫২

আহমেদ সাব্বির: ২০১৭- ১৮ অর্থবছরে নির্মিত হয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ” দ্য রেইন ইজ ফোরকাস্ট।” ২০১৮ এর মার্চ মাসে সিরাজগঞ্জে প্রথম প্রদর্শনীর পর চলচ্চিত্রটি পাঠানো হয় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলোতে।

আফ্রিকার দেশ নাইজেরিয়ায় ইনসর্ট ফিল্ম ফেস্টিভালে অফিসিয়াল সিলেকশনের মাধ্যমে আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনে প্রদর্শন যাত্রা শুরু করে ” দ্য রেইন ইজ ফোরকাস্ট।” এরপর পুরো ২০১৯ সাল জুড়ে যুক্তরাষ্ট্র সহ ইউরোপের বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় চলচ্চিত্রটি। বিশেষভাবে প্রশংসিত হয় পার্শ্ববর্তী দেশ ভারতের চেন্নাই আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে।

সর্বশেষ লাস ভেগাস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা চলচ্চিত্র বিভাগে ফাইনালিস্ট হয় ” দ্য রেইন ইজ ফোরকাস্ট।” খুব শীগ্রই দেশে কয়েকটি প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে। এরপর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে অনলাইনে। কাম ও ক্রোধের গল্প নিয়ে এই চলচ্চিত্রে অভিনয় করেছেন আলভী আহমেদ , বৃষ্টি তালুকদার , হাফিজুর সামাদ এবং শাকিল আহমেদ। চিত্রগ্রহণের কাজটি করেন দেবজ্যোতি নাগ এবং চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন আহমেদ সাব্বির।

 

Leave A Reply

Your email address will not be published.