শরনার্থী ইস্যুতে ট্রাম্পের আদেশে দুঃখপ্রকাশ মালালার

0 ৯২৪

আন্তর্জাতিক ডেস্ক : শরনার্থীদের নিয়ে মার্কিন প্রেসিডেন্ট  ট্রাম্পের আদেশে দুঃখপ্রকাশ করলেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই৷ তিনি ট্রাম্পকে অনুরোধ করে বলেছেন, তিনি যেন পৃথিবীর সবথেকে অসুরক্ষিতদের একা না ছেড়ে দেন৷ তিনি আরও বলেন, ‘আমি অত্যন্ত দুঃখিত কারণ হিংসা এবং যুদ্ধগ্রস্ত দেশগুলি থেকে ছেড়ে আসা শিশু, তাদের মা-বাবার জন্য দরজা বন্ধ করে দিচ্ছেন’৷

শান্তির জন্য নোবেল পুরস্কার প্রাপক মালালা সবথেকে কম বয়সে এই পুরস্কার পান ২০১৪সালে৷ এই মালালা ইউসুফজাই ট্রাম্পকে অনুরোধ করেন তিনি যেন এই অসহায় মানুষদের ফিরিয়ে না দেন৷

এই বিষয়ে হোয়াইট হাউসের আদেশ এখনও সার্বজনীন করা না হলেও, মার্কিন সংবাদ সূত্রের হাতে পাওয়া লিক হয়ে যাওয়া ওই আদেশের  ড্রাফট অনুসারে, নয়া নিয়ম লাগু না হওয়া পর্যন্ত আমেরিকার শরনার্থী পুনর্বাস কার্যক্রম কমপক্ষে ১২০ দিনের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে৷ পাশাপাশি সিরিয়ার শরনার্থীরাও আমেরিকায় প্রবেশ করতে পারবে না ট্রাম্পের পরবর্তী আদেশ না পাওয়া পর্যন্ত৷

Leave A Reply

Your email address will not be published.