শহীদ কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে লাগানো হবে নতুন ফ্লাডলাইট

0 ৬১

প্রেস বিজ্ঞপ্তি: রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট লাগানো হবে। একই সঙ্গে রাজশাহীতে বিপিএল এর খেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

গতকাল (১২ জুন) বুধবার জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নতুন ফ্লাডলাইট স্থাপন ও রাজশাহীতে বিপিএল এর খেলা আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন, এমপি।

এ ব্যাপারে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান, এমপির সাথে আমার সাক্ষাত হয়। এ সময় তিনি শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট লাগানো এবং বিপিএল এর খেলা আয়োজনের কথা জানান। নিঃসন্দেহে এটি ক্রীড়াপ্রেমীসহ রাজশাহীবাসীর জন্য আনন্দের খবর। আমি যুব ও ক্রীড়া মন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি।

Leave A Reply

Your email address will not be published.