শাস্তি পেলেন আফগান তারকা রশিদ খান

0 ৩২
রশিদ খান। ছবি : আইসিসি

সুযোগ ছিল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনাল খেলার। তবে, ব্যাটারদের ব্যর্থতায় সেই স্বপ্ন আর পূরণ হলো না আফগানদের। মাত্র ৫৬ রানে গুটিয়ে পেতে হলো বড় হারের লজ্জা। সেমিতে নামার আগে অবশ্য শাস্তি পেয়েছেন আফগান অধিনায়ক রশিদ খান।

গতকাল বুধবার (২৬ জুন) বিবৃতিতে শাস্তির বিষয়টি জানিয়েছে আইসিসি। জানা গেছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করছিল আফগানিস্তান। ইনিংসের শেষ ওভারে দুই রান নেয়ার চেষ্টায় প্রায় স্ট্রাইক প্রান্তে দৌড়ে গিয়েছিলেন রশিদ। তবে সঙ্গী করিম জানাত এক রানের বেশি নিতে চাননি। সতীর্থের অসম্মতি দেখে রশিদ মেজাজ হারিয়ে ব্যাট ছুঁড়ে মারেন আফগান অধিনায়ক।

বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, রশিদের আচরণে প্লেয়ারদের কোড অব কন্ডাক্টের ২.৯ ধারা লঙ্ঘন হয়েছে। যেখানে বিপজ্জনকভাবে কোনো ক্রিকেটারের দিকে বা কাছাকাছি জায়গায় বল বা অন্য কোনো সরঞ্জাম ছুঁড়ে মারার ব্যাপারে নিষেধাজ্ঞা রয়েছে। ম্যাচ রেফারির দেয়া সাজা মেনে নেয়ায় কোনো প্রকার আনুষ্ঠানিক শুনানির দরকার হয়নি। ২৪ মাসের মধ্যে প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন রশিদ।

ম্যাচটিতে আগে ব্যাট করে ১১৫ রানের সংগ্রহ দাঁড় করায় আফগানিস্তান। লো স্কোরিং ম্যাচটিতে ক্যামিও ইনিংস খেলেছেন রশিদ। ১০ বলে তিনি অপরাজিত ১৯ রান করেন। পরবর্তীতে বল হাতে আরও দুর্দান্ত আফগান অধিনায়ক। মাত্র ২৩ রান খরচায় ৪ উইকেট শিকার করেন বর্তমান সময়ের অন্যতম সেরা এই লেগস্পিনার।

Leave A Reply

Your email address will not be published.