শাহজাদপুরের চাকুরী স্থায়ী করনের দাবিতে মানববন্ধন

0 ১৬

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি মিল্কভিটার সহকারী পশু চিকিৎসক ও কুত্তিম প্রজননকারী কর্মচারীদের চাকুরী স্থায়ী করনের দাবিতে বাঘাবাড়ি মিল্কভিটা চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ।
গতকাল রবিবার সকালে বাংলাদেশ মিল্ক ইউনিয়ন (মিল্ক ভিটা) সহকারী পশু চিকিৎসক ও কৃত্তিম প্রজননন কারী (এল.এফ এ .আই ) কর্মচারীরা বাঘাবাড়ি মিল্ক চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে । প্রায় ঘন্টাব্যাপি মানবন্ধন শেষে মিল্কভিটার প্রধান ফটকের সামনে সমাবেশ করে বক্তব্য রাখেন এল.এফ.আই কল্যান সমিতির সভাপতি নজরুল ইসলাম, সাধারন সম্পাদক মাহফুজুর রহমান,আব্দুর রশিদ,বারেক,মোল্লা, নজরুল ইসলাম প্রমুখ । মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক স্বৈরাচারের আমলে এক শ্রেনীর কর্মচারীরা মিল্কভিটাকে অনিয়ম ও দুর্নীতিেেত ভরে ফেলেছে, শেখ হাসিনার চাচা সাবেক মিল্কভিটার চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু তার একক রাজত্বে মিল্কভিটার কর্মচারীদের সাথে প্রতারনা করেছে এবং ব্যপক লুটপাট করেছে তার শাস্তির দাবি জানান । তারা ঘোষনা দেন, চাকুরী স্থায়ী করন,জাতীয় পে-স্কেল ২০১৫ মোতাবেক বেতন ও ভাতাদি বকেয়া, কাফ বোনাস, সিমেন বিক্রয়ের টাকা ফেরৎ,বৈষম্যহীন বেতন ভাতা প্রদান ও চাকুরীচ্যুত এল.এফ,এ আইে দর চাকুরী পুনঃবহাল না করলে আগামী ১০ অক্টোবর আমরা বগুড়া-নগরবাড়ি মহাসড়ক অবরোধ, মিল্কভিটা ঘেরাও ও অনশন কর্মসুচি পালন করবে বলে ঘোষনা দেন ।

Leave A Reply

Your email address will not be published.