শীতার্তদের হাতে কম্বল তুলে দিলেন রাসিক মেয়র

0 ৪৮৬

বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: রাজশাহী সিটি কর্পোরেশনের ৩১টি কমিউনিটি দরিদ্র ও হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে নগর ভবন চত্বরে রাজশাহী সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন প্রধান অতিথি হিসেবে বিভিন্ন কমিউনিটির প্রায় ৫শ জন শীতাত মানুষদের হাতে কম্বল তুলে দেন।

মেয়র বলেন, সরকার দেশের সকল মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছেন। সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানের উচিৎ হবে সমাজের অসহায় আর্তপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।মেয়র ব্র্যাক আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের এ উদ্যোগকে স্বাগত জানান ।

রাজশাহী সিটি কর্পোরেশন ও ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রাম আয়োজিত অনুষ্ঠানে রাসিকের কাউন্সিলর বেলাল আহম্মেদ, কাউন্সিলর মাজেদা বেগম, কাউন্সিলর লাইলী বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা শাহানা আখতার জাহান, ব্র্যাকের ডিস্ট্রিক কো-অর্ডিনেটর মোঃ মহসিন আলী, ব্র্যাক আরবান ডেভলপমেন্ট প্রোগ্রামের আ লিক সমন্বয়কারী ফারজানা পারভীন, ইনফ্রাস্টাকচার ডেভলপমেন্ট অফিসার শরিফুল ইসলাম, ফিল্ড কো-অর্ডিনেটর কল্পনা খাতুন, ট্রেনার আয়েশা খাতুন, প্রোগ্রাম অফিসার মাহাদী মোহাম্মদ উপস্থিত ছিলেন।

Leave A Reply

Your email address will not be published.