শৈলকুপায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের উপর হামলা,আহত ১০ বাড়ি ভাংচুর লুটপাট আটক ৩ !

0 ৩,২৪৮

mail-google-com-dঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখড়া গ্রামে বুধবার রাতে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ সময় ১৬টি বাড়ি ভাংটুর ও লুটপাট চালানো হয়। পুলিশ এ ঘটনায় তিন জনকে গ্রেফতার করেছে।
আহতদের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, আধিপত্য বিস্তার নিয়ে শৈলকুপার নিত্যানন্দনপুর ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ফারুক বিশ্বাসের সাথে একই দলের সাবেক চেয়ারম্যান প্রার্থী মফিজ উদ্দিনের কর্মী-সমর্থকদের বিরোধ চলে আসছিলো।
mail-google-comএ ঘটনার জের ধরে বুধবার রাতে শেখড়া গ্রামে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে আনারুল, শামীম, আলাম, জিন্না, শাহাদত ও বাবুসহ অন্তত ১০ জন আহত হয়। এছাড়াও হামলাকারীরা শেখড়া গ্রামের ইনজার মোল্লা, ইউসুফ মোল্লা, রোজদার, বাশার, হাফিজ, শফিকুল, বাহাদুর, নুর মোহাম্মদ, আয়ুব মোল¬া, শফি, শাহিন শিকদার, ফজলু মন্ডল, নজরুল মন্ডল, হানিফ, লুৎফর, ফরিদুল ও পিকুলের বসতবাড়ীতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটায়।
আওয়ামীলীগ নেতা মফিজ জানিয়েছেন, ফারুকের সমর্থকরা বিনা উস্কানীতে তার সমর্থকদের উপর হামলা চালিয়ে বাড়িঘর লুটপাট করেছে।
এদিকে অপর গ্রুপের নেতা চেয়ারম্যান ফারুক বিশ্বাস জানান, তার সমর্থকরা কারো উপর হামলা চালায়নি।
মফিজের লোকজন নিজেরা নিজেরা মারামারী করেছে বলে তিনি দাবী করেন। শৈলকুপা থানার ওসি তরিকুল ইসলাম মোবাইল ফোনে জানান, শেখড়া গ্রামে সংঘর্ষে কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর ও তিনজন আহত হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। পরিস্তিতি এখন নিয়ন্ত্রনে বলেও তিনি দাবী করেন।

ঝিনাইদহে এবার বিসিআইসির আমদানীকৃত ২৯৭ মে: টন ইউরিয়া সারের প্রতি বস্তায় কম !
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে হাজার হাজার বস্তা সার গায়েবের পর এবার ঝিনাইদহের কালীগঞ্জ শহরে অবস্থিত সরকারী বাফার সার গুদামে বিসিআইসির আমদানীকৃত ২৯৭ মেট্রিক টন ইউরিয়া সারের প্রতি বস্তায় ওজনে কম ধরা পাড়েছে।
সৌদি আরব থেকে বিসিআইসি এই সার আমদানী করে গুদামজাত করার জন্য বৃহস্পতিবার ৩৩টি ট্রাকে করে ঝিনাইদহের বাফার গুদামে পাঠায়। প্রতি বস্তায় সার কম থাকার খবরটি জানাজানি হলে ডিলারদের মাঝে ক্ষোভ ঝড়িয়ে পড়ে। বার বার প্রতি বস্তায় ইউরিয়া সার কম দিয়ে বড় ধরণের আর্থিক জালিয়াতি করা হচ্ছে বলেও ডলারদের অভিযোগ।
এর আগে কালীগঞ্জ বাফার গোডাউন থেকে সরকারী হিসেবে ৫৪৭ মেট্রিন টন অর্থাৎ ১০ হাজার ৯৪০ বস্তা সারের কোন হদিস মিলছে না। যার আন্তর্জাতিক বাজার মুল্য ১ কোট ৮৬ লাখ টাকা।
এদিকে প্রতি ইউরিয়া সারের বস্তায় ওজনে কম থাকার বিষয়টি ফাঁস হওয়ার পর গতকাল বৃহষ্পতিবার দুপুরে ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম ও বাংলাদেশ ফারটিলাইজার এ্যসোসিয়েশন ঝিনাইদহ শাখার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর হোসেন বাফার গোডাউন পরিদর্শন করেন।
এ সময় বাফার গোডউন ইনচার্জ মাসুদ রানা কয়েকটি বাস্তা মেপে  সার কম রয়েছে বলে নিশ্চিত হন। এরপর স্থানীয়রা ডিলারদের আপত্তির মুখে গোডাউন কর্তৃপক্ষ সার রিসিভ করেনি।
জানা গেছে, সৌদি আরব থেকে ওজনে কম দেওয়া এই সার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) ঢাকার সাউথ ডেল্টা শিপিং এন্ড ট্রেডিং লি: আমদানী করে। গত গত ২২ জুলাই  নবাব এন্ড কোম্পানীর ১৬টি ট্রাকে আসা ৩শ মেট্রিকটন ইউরিয়ার সারের প্রতি বস্তায় ৩ থেকে ৪ কেজি কম  পাওয়া যায়।
সে সময় বিষয়টি জানাজানি হলে সার প্রেরনকারী প্রতিষ্ঠান নবাব এন্ড কোং প্রতি বস্তায় ৫০ কেজি করে সার ভরে রিব্যাগিং করে বাফার কর্তৃপক্ষকে বুঝিয়ে দেয়। ডিলারদের অভিযোগের সূত্র ধরে বৃহষ্পতিবার গোডাউনে যেয়ে দেখা যায় গোডাউন চত্বরে ৩৩টি সার বোঝায় ট্রাক দাড়িয়ে আছে।
গোডউন ইনচার্জ মাসুদ রানা জানান, আমদানীকৃত করা সারের প্রতি বস্তায় ওজনে কম রয়েছে। এরপর সার আনডোল বন্ধ করে দিয়েছি। বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
তিনি বলেন রিব্যাগিং করে ৫০ কেজি করেই ডিলারদের সার সরবরাহ করা হবে।
বাংলাদেশ ফারটিলাইজার এ্যসোসিয়েশন ঝিনাইদহ শাখার সভাপতি ও ডিরার আলহাজ্ব জাহাঙ্গীর জানান, আমরা স্থানীয় এমপির উপস্থিতিতে বৃহষ্পতিবার গোডাউনে গিয়ে সার মেপে কম পেয়েছি।  আমরা কর্তৃপক্ষকে বলেছি প্রতি বস্তায় ৫০ কেজি সার বুঝিয়ে দিলে আমরা এই সার গ্রহন করবো।
তিনি অভিযোগ করেন, এর আগে এই গোডাউন থেকে ডিলারদের মাঝে ওজনে কম, নিম্নমানের ও মেয়াদ উত্তীর্ণ ইউরিয়া সার সরবরাহ করা হয়। যার ফলে দেশের দক্ষিন পশ্চিমাঞ্চলের কৃষকরা চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছিলেন।
বাফার গোডাউন সূত্রে জানা গেছে, ঝিনাইদহ, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলায় এ গোডাউন থেকে ২১৫ জন তালিকাভুক্ত ডিলারের মাঝে সার সরবারাহ করা হয়। ডিলাররা এই সার উত্তোলন করে কৃষক পর্যায়ে পৌছে দেয়।

Leave A Reply

Your email address will not be published.