শ্রীলঙ্কা সিরিজ নিয়ে আপাতত সংশয় নেই

0 ৫০২

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামীকাল সোমবার দেশ ছাড়ার কথা বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। করোনাভাইরাসের কারণে এই সিরিজ নির্ধারিত সময়ে মাঠে গড়াবে কি না, তা নিয়ে ছিল ব্যাপক আলোচনা। বিসিবি জানিয়েছে, নির্ধারিত সময়েই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।

 

এ ব্যাপারে বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘সবকিছু ঠিক থাকলে আগামীকাল সোমবার কলম্বোর উদ্দেশ্যে রওনা দেবে বাংলাদেশ দল। আশা করছি মে মাসে শ্রীলঙ্কা দল তিনটি ওয়ানডে ম্যাচ খেলতে বাংলাদেশে আসবে। তারপরও যদি কোনো সমস্যা হয়, পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া হবে।’

 

শ্রীলঙ্কায় কোয়ারেন্টিন নিয়ে বিসিবির সিইও বলেন, ‘শ্রীলঙ্কায় প্রথম তিনদিন রুম কোয়ারেন্টিন, এরপর অনুশীলন করবে দল। আমাদের খেলোয়াড়রা নিজেদের মধ্যে অনুশীলন করবেন।’

 

এদিকে সিরিজকে সামনে রেখে জন্য ২১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। করোনাভাইরাসের কারণে সফরে নেট বোলার দেবে না লঙ্কানরা। তাই বড় স্কোয়াড ঘোষণা করা হয়েছে।

 

দলে জায়গা পেয়েছেন তিনজন নতুন মুখ। তাঁরা হলেন, মকিদুল ইসলাম মুগ্ধ, শরিফুল ইসলাম ও শহীদুল ইসলাম। স্কোয়াডে পাঁচ বছর পর ফিরেছেন শুভাগত হোম। ২০১৬ সালের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন তিনি। এতদিন পর সাকিব আল হাসানের না থাকায় ফের সুযোগ হলো শুভগত হোমের।

দল থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার। চোটের কারণে নেই তরুণ পেসার হাসান মাহমুদ।

 

আগামী ২১ এপ্রিল কান্ডির পাল্লেকেলেতে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। একই ভেন্যুতে ২৯ এপ্রিল শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট

 

বাংলাদেশের টেস্ট দল : মুমিনুল হক (অধিনায়ক), লিটন দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন, মেহেদী হাসান, নাঈম হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম, শুভগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান।

 

Leave A Reply

Your email address will not be published.