সরকারের সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায় : ওবায়দুল কাদের

0 ৩১৭
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি : সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জনস্বার্থে সরকারের যেকোনো কাজ কিংবা সাফল্য বিএনপির গায়ে জ্বালা বাড়ায়। তাদের দৃষ্টিসীমায় ভর করে উদ্দেশ্যমূলক অন্ধত্ব।

সচিবালয়ে আজ সোমবার সকালে নিজ দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

বিএনপি নেতারা লকডাউনকে মর্মান্তিক তামাশা বলা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আসলে বিএনপিই জনগণের সঙ্গে মর্মান্তিক তামাশা করেছে। তারা কখন কী বলে নিজেরাও জানে না। বিবেক-বুদ্ধি অনুযায়ী না চললে এবং না কথা বললে এমনই হয়।’

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপিনেতারা একবার বলেন—লকডাউন দরকার, আবার বলেন—কঠোর লকডাউন দিন, পরক্ষণেই বলেন—লকডাউনে সমাধান নয়, ক্ষতিপূরণ দিন। তাঁরা একসময় ভ্যাকসিনের বিরুদ্ধেও অপপ্রচার করেছিলেন। আবার বলেন—কারফিউ দিলে জনগণ মানবে না, অথচ সরকার কারফিউর কথা ভাবেওনি।’

বিএনপির হঠকারিতা এবং নেতিবাচক রাজনীতির কারণে তাদের অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়ছে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘ক্ষমতায় থাকতে যেমন অনিয়ম ও দুর্নীতিতে তারা নিমজ্জিত ছিল, তেমনি সরকারবিরোধী রাজনীতিতে থেকেও তারা সুবিধাবাদীতায় নিমজ্জিত।’

বিএনপির একগুঁয়েমি ও মুখোশ পরা অপকৌশলের জন্য এরই মধ্যে তাদের জোটসঙ্গীরাও দল ছাড়তে শুরু করেছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, মানুষের ধর্মবিশ্বাসকে পুঁজি করে তাদের রাজনীতির যে খেলা, তা জোটসঙ্গীরাই এখন ফাঁস করে দিচ্ছে।

ওবায়দুল কাদের আরও বলেন, বিরোধী দল হিসেবে চরমভাবে ব্যর্থ বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে নানারকম বাক্যবাণে কর্মীদের চাঙা রাখার অপপ্রয়াস চালাচ্ছে।

সরকারের বিরুদ্ধে অনবরত বিষোদগার করে যাচ্ছে বিএনপি, অথচ জণকল্যাণে তাদের কোনো কার্যক্রম নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘অবশ্য বিএনপি একটা কাজই অনবরত করে যাচ্ছে, তা হচ্ছে—সরকারের অন্ধ সমালোচনা। জনগণ বিএনপির এসব শব্দবোমায় এখন আর কান দেয় না। শেখ হাসিনা সরকার জনস্বার্থে দিনরাত কাজ করছে এবং করে যাবে।’

এ ছাড়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপির কাজই হলো সমালোচনা করা এবং তা তারা করতে থাকুক। পক্ষান্তরে শেখ হাসিনা সরকার দেশের মানুষকে নিয়ে যখন করোনাবিরোধী লড়াই চালিয়ে যাচ্ছে, তখন বিএনপি সুরক্ষিত গৃহকোণে থেকে মিডিয়ায় অব্যাহত পরামর্শ দিয়ে যাচ্ছে ও নসিহত করে যাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে রাজনৈতিক দলের ভূমিকা ছেড়ে কথা নির্ভর কনসালটেন্সির ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

এ ছাড়া ওবায়দুল কাদের বলেন, পবিত্র ঈদ উপলক্ষে বিশেষ সহায়তা এবং খাদ্য সহায়তা, কৃষকদের মধ্যে অনুদান বিতরণ, সামাজিক নিরাপত্তা বেস্টনীর পরিধি এবং সুবিধাভোগীদের সংখ্যা বৃদ্ধিসহ অসংখ্য কাজের কোনোটিই বিএনপির চোখে পড়ে না। তাদের দৃষ্টিতে সরকার কিছুই করছে না। উটপাখির মত বালিতে মাথা গুঁজে দিয়ে তারা সত্য আড়াল করে, আর মিথ্যাচার করে।

Leave A Reply

Your email address will not be published.