সরকার চালাতে পারছে না, ক্ষমতা হস্তান্তর করুক : টুকু

0 ২৬০
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ফাইল ছবি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘সরকার যেভাবে এই ধরনের অতিমহামারিকে হ্যান্ডেল করছে তাদের আর এক মিনিট ক্ষমতায় থাকার অধিকার নেই। যারা মানুষের জানমাল রক্ষা করে না, তারা সরকার চালাতে পারে না। ক্ষমতা হস্তান্তর করুক, ক্ষমতা হস্তান্তর করে দেশের মানুষকে সেবার পথ সুগম করে দিক।’

আজ রোববার মহামারিতে ওষুধ বিতরণ অনুষ্ঠানে বিএনপির করোনা পর্যবেক্ষণ সেলের আহ্বায়ক এই দাবি জানান।

ইকবাল হাসান মাহমুদ বলেন, ‘দেশে সরকার নেই। উচ্চপর্যায়ে কমিটি মিটিং করে গার্মেন্টস খুলে দেওয়ার সিদ্ধান্ত হলো। সেই পর্যায়ে সিনিয়র সেক্রেটারি বা সিনিয়র গভর্মেন্ট অফিসিয়ালসরা আছেন। তাদের মাথায় এটুকু ঢুকলো না যে, আমরা যে খুলে দিচ্ছি এই লোকগুলো কিভাবে আসবে?’

বিএনপিনেতা বলেন, ‘এই যে উদাসীনতা। কারণ, মানুষ নিয়ে তারা তো ইন্টারেস্টেড না, তারা ভোট করে ক্ষমতায় আসবে না, ভবিষ্যতে আসবে যে তারাও কোনো চিহ্ন নেই। সেজন্য জনগণ ইজ নট ফ্যাক্টর। আমি মনে করি, এই উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি যে মিটিং করল, তাদের এখনই পদত্যাগ করা উচিত।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আমরা প্রতিদিন সারা দেশে স্থাপিত দলের হেলপ সেন্টার থেকে মানুষের আহাজারির খবর পাচ্ছি। হাসপাতালে ভর্তি হতে না পেরে আমাদের কাছে আসে। আমরা তো হাসপাতাল না, আমরা হেলপ সেন্টার। প্রতিদিন শত শত লোক আসছে যে, আমাদেরকে এখানে রাখেন।’

সাবেক এ প্রতিমন্ত্রী বলেন, জেলা হাসপাতালগুলোতে অক্সিজেন নেই। তাই আমরা জনগণের দল হিসেবে যার যা আছে তা নিয়ে মানুষের পাশে দাঁড়াচ্ছি। আপনারা শুনে অবাক হবেন যে, এই প্রথম আমরা কেন্দ্র থেকে ওষুধ দিচ্ছি। এতো দিন আমাদের দলে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীরা তাদের নিজেদের পয়সা দিয়ে মানুষকে সেবা করেছে।’

দলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে নরসিংদী জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মানিকগঞ্জের সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ, নারায়ণগঞ্জের সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান টিপুর হাতে ওষুধ ও অন্যান্য সামগ্রী তুলে দেন বিএনপির মহাসচিব।

Leave A Reply

Your email address will not be published.