সলিমুল্লাহ মেডিকেলের ২৩ ডাক্তারসহ ৪২ স্বাস্থ্যকর্মী আক্রান্ত

0 ৪২৬
বিডি সংবাদ টোয়েন্টিফোর ডটকম: স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ২৩ চিকিৎসকসহ ৪২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে এ তথ্য জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী রশিদ উন নবী।
হাসপাতালের পরিচালক বলেন, ‘গত সপ্তাহে তথ্য গোপন করা সার্জারি বিভাগের একজন রোগীর অপারেশন হয়। তার মাধ্যমেই এ সংক্রমণ হয়েছে বলে ধারণা করছি।’ব্রেকিংনিউজ
তিনি আরও বলেন, ‘আক্রান্তদের মধ্যে সার্জারি, মেডিসিন, গাইনিসহ বিভিন্ন বিভাগের চিকিৎসক রয়েছেন। এ ছাড়াও ১০ জন নার্স, ৭ জন অন্য স্বাস্থ্যকর্মী এবং হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা একজন আনসার আক্রান্ত হয়েছেন। তবে তারা সবাই মোটামুটি ভালো আছেন, জটিলতা নেই।’
তিনি জানান, আক্রান্তরা আইসোলেশনে আছেন। সংস্পর্শে আসা বাকিদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় ৪৯২ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১০ জনের মৃত্যু হয়েছে। এখন মোট আক্রান্তের সংখ্যা ২ হাজার ৯৪৮ জন এবং মোট মৃত্যুর সংখ্যা ১০১ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৮৫ জন।
বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস সনাক্ত হয়েছিল। ১৮ মার্চ প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। এরপর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ধীরে ধীরে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে শুরু করে।

Leave A Reply

Your email address will not be published.