সাকিবকে নিয়ে আবেগঘন মৌসুমী, ভিডিও ভাইরাল

0 ৪২১

স্পোর্টস ডেস্ক: দুই বছর আগে ভারতীয় এক জুয়াড়ির ম্যাচ পাতানোর প্রস্তাব প্রত্যাখ্যান করলেও সেটি গোপন করায় সাকিব আল হাসানকে গতকাল মঙ্গলবার দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে তথ্য গোপনের ভুল স্বীকার করার শর্ত পূরণ সাপেক্ষে সাকিবের এক বছরের শাস্তি এরইমধ্যে স্থগিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি। এই সময়ের মধ্যে সাকিবের আচার-আচরণ পর্যবেক্ষণ করবে আইসিসি।

দেশের এই আইকন ক্রিকেটারের ওপর নিষেধাজ্ঞায় তার পাশে দাঁড়িয়েছেন জাতীয় দলের সতীর্থ থেকে শুরু করে বিনোদন তারকা অঙ্গনের ব্যক্তিত্বরাও।

গতকাল বুধবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সাকিবকে নিয়ে এক স্ট্যাটাসে ঢালিউড অভিনেতা চিত্রনায়ক শাকিব খান লিখেছেন- ‘বিশ্বসেরা ক্রিকেট তারকা সাকিব আল হাসান এক বছর খেলতে পারবে না, ভাবতেই যেন কেমন লাগছে। তবে মানসিকভাবে শক্তিশালী সাকিব প্র্যাকটিসের মধ্য দিয়ে নিজেকে আরও ভালোভাবে তৈরি করে মাঠে ফিরবেন, এটাই আশাবাদ।’ব্রেকিংনিউজ

ঢাকাই ছবির প্রিয়দর্শিনী নায়িকা মৌসুমীও নীরব থাকতে পারেননি সাকিবের নিষেধাজ্ঞায়। এক ভিডিও বার্তায় সাকিব তার সমর্থন জানিয়ে মৌসুমী বলেছেন, ‘একটা পদ্মা সেতু তৈরি করা যতটা সহজ, একজন সাকিব আল হাসান তৈরি করা ততটাই অসম্ভব। হাজার হাজার বছর অপেক্ষা করলেও এমন একজন প্লেয়ার তৈরি করা সম্ভব না। আমাদের মাঝে সেই সাকিবকে পেয়েছি। সাকিব আল হাসান আমাদের অহংকার, আমাদের দেশরত্ন। আমাদের দেশের অহংকার, আমাদের দেশের সম্পদ।’

মৌসুমী বলেন, ‘সেই সাকিবল আল হাসান আমাদের ভালোবাসা থেকে দূরে সরে যাচ্ছে, ক্রিকেট থেকে দূরে সরে যাচ্ছে। আমি একজন ভক্ত হিসেবে সাকিবের এই কষ্টটা মেনে নিতে পারছি না বলেই প্রতিবাদ জানাচ্ছি। সাকিব আল হাসান ফিরো আসো আমাদের মাঝে। সাকিব, কেউ না থাকুক- আমি তোমার সাথে আছি। আমি চাই তোমাকে নিয়ে আমাদের দেশ আরও অনেক দূর এগিয়ে যাবে। তুমি আমাদের প্রধানমন্ত্রীর অহংকার। প্রধানমন্ত্রী তোমার সাথে রয়েছে। পুরো দেশবাসী তোমার সাথে রয়েছে। তার সবকিছু বিবেচনা করা হোক এবং আমাদের মাঝে আমাদের সাকিবকে ফেরত দেয়া হোক।’

কান্নাজড়িত কণ্ঠে মৌসুমী বলেন, ‘আমাদের ক্রিকেটকে যারা সমৃদ্ধশালী দেখতে চান, তারা সবাই সাকিব আল হাসানের পাশে থাকুন। এই ষড়যন্ত্রকে অবশ্যই মেনে নেবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

শাকিব খান, মৌসুমী ছাড়াও নুসরাত ইমরোজ তিশা, মোস্তফা সরয়ার ফারুকী, অভিনেতা জিয়াউল হক অপূর্বসহ বিনোদন পাড়ার অনেকেই সাকিবের পাশে দাঁড়িয়েছেন।

Leave A Reply

Your email address will not be published.