সাপাহারে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা ফুল : বাম্পার ফলনের সম্ভাবনা

0 ৫২৮

সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : চারদিকে হলুদের সমারোহ! মাঠের দিকে তাকাতেই যেন চক্ষু জুড়িয়ে যায়। চলতি মৌসুমে নওগাঁর সাপাহারে বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষা চাষ করছেন এলাকার কৃষকেরা। গত বছরের তুলনায় চলতি বছরে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান সরিষা চাষীরা।

 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছরে সাপাহার উপজেলায় মোট ৩ হাজার ২শ’ হেক্টর জমিতে সরিষা চাষ করা হচ্ছে। গত বছর এ উপজেলাতে ৩ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছিলো। ফলন ভালো ও অধিক লাভবান হবার হবার ফলে এ বছরে গত বছরের তুলনায় ২শ হেক্টর জমিতে বেশি সরিষা চাষ হচ্ছে বলে জানা গেছে। অনুকুল আবহাওয়া থাকলে চলতি বছরে প্রতি হেক্টর জমিতে ৬০ মন সরিষা উৎপাদন হতে পারে বলে কৃষি অফিস সূত্রে জানা গেছে।

 

স্থানীয় কৃষকেরা জানান, গত বছরে সরিষার চাষ করে ভালো মূল্য পাওয়া গেছে। যার জন্য চলতি বছরেও সরিষার চাষে ঝুঁকে পড়েছেন তারা। গত বছরের তুলনায় এ বছরেও ভালো দাম পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন তারা। চলতি মৌসুমে সরিষার রোগ বালাই তেমন নেই বললেই চলে। বিষয়টি নিয়ে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেলিম রহমান জানান, বর্তমানে সরিষার আপাততঃ কোন রোগ বালাই নেই।

 

শীতকালীন ফসল হবার ফলে এবং আবহাওয়া অনুকূলে থাকার কারনে সরিষায় তেমন কোন রোগ নেই। তবে ছত্রাকনাশক হিসেবে ম্যানকোজেভ গ্রুপের বালাইনাশক ব্যাবহার করা হচ্ছে। সব মিলিয়ে চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের আশা করছেন এলাকার সরিষাচাষীরা।

 

Leave A Reply

Your email address will not be published.