সাপাহারে মাদকবিরোধী ও আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা

৫৪৬

মনিরুল ইসলাম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর সাপাহারে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে মাদকবিরোধী ও আইনশৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাপাহার থানা পুলিশের আয়োজনে থানা চত্বরে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় উপস্থিত থেকে প্রতিপাদ্য বিষয়ের আলোকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) বিনয় কুমার, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, তদন্ত কর্মকর্তা আল মাহমুদ, আদিবাসী নেতা ভুট্টো পাহান প্রমূখ।

 

এসময় মুক্ত আলোচনায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের আদিবাসী শিক্ষার্থী সহ সচেতনরা।