প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১৮, ২০২৫, ১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ১১:৩৩ পূর্বাহ্ণ
সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হাসান, সম্পাদক ইন্না
সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ প্রেস ক্লাব নির্বাচনে বাংলাভিশন প্রতিনিধি হারুন অর রশিদ খান হাসান সভাপতি ও এনটিভি প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্না সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের নাজমুল চত্বরের প্রেস ক্লাব হলরুমে আহ্বায়ক শরীফুল ইসলাম ইন্নার সভাপতিত্বে ও এনামুল হকের সঞ্চালনায় সাধারণ সভায় উপস্থিত ৬৮ জন সদস্যদের কণ্ঠ ভোটে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
এর আগে নব-নির্বাচিত সভাপতি হারুন অর রশীদ খান হাসান সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং শরীফুল ইসলাম ইন্না যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।
সভায় সর্বসম্মতিক্রমে কার্যনির্বাহী কমিটি ১৩ সদস্য থেকে বাড়িয়ে ২১ সদস্য করা হয়। এরপর পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য সদস্যদের সম্মতিতে পাঁচ সদস্য বিশিষ্ট একটি সাব কমিটি গঠন করা হয়।
Copyright © 2025 বিডি সংবাদ ২৪ ডটকম. All rights reserved.